ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

‘স্বৈরাচারবিরোধী শক্তিগুলোতে বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে’

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ১৮ ১৯:১১:১৮
‘স্বৈরাচারবিরোধী শক্তিগুলোতে বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করে বলেছেন দেশে স্বৈরাচারবিরোধী শক্তিগুলোর মধ্যে পরিকল্পিতভাবে বিভাজন সৃষ্টি করার চেষ্টা চলছে। তিনি হুঁশিয়ার করে বলেন, যারা নির্বাচন পিছিয়ে দিয়ে কিংবা নির্বাচন এড়িয়ে ক্ষমতায় থাকতে চায়, তাদের মূল লক্ষ্য হলো ফ্যাসিবাদকে পুনরায় প্রতিষ্ঠা করা।

শুক্রবার (১৮ জুলাই) ঢাকায় দক্ষিণ বিএনপি আয়োজিত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিল ও মৌন মিছিলের আগে এক সমাবেশে এসব মন্তব্য করেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, নতুন করে কেউ কেউ ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন, সেটা স্বাভাবিক। কিন্তু যারা নির্বাচনকে এড়িয়ে গিয়ে বা পিছিয়ে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন, তারা আসলে ফ্যাসিবাদকে পুনর্বাসনের পাঁয়তারা করছেন।

তিনি আরও বলেন, আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি দেশের স্বৈরাচারবিরোধী শক্তিগুলোর ভেতরে কৃত্রিম বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে। যারা একসময় বাংলাদেশপন্থী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন, তাদের মধ্যেই ফাটল ধরানোর অপচেষ্টা হচ্ছে।

নেতাকর্মীদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয় ঘটেছে ঢাকায়, আর তাদের কূটনৈতিক দাফন সম্পন্ন হয়েছে দিল্লিতে। এখন যারা তাদের আবার ফিরিয়ে আনতে চায়, তাদের আমরা নজরে রাখছি এবং চিহ্নিত করব।

তিনি বলেন, যারা আবারও কোনো নির্বাচনের আয়োজন ছাড়াই ক্ষমতায় যেতে চায়, তারা বোকার স্বর্গে বাস করছে। তাদের সে স্বপ্ন বাস্তবায়ন হবে না। বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র এবং জনগণের অধিকার রক্ষায় আমাদের লড়াই চলবে।

পিআর (প্রোপ্রোশানাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির জাতীয় নির্বাচনের দাবি তোলা এবং প্রথমে স্থানীয় নির্বাচনের কথা বলার পেছনে অসৎ উদ্দেশ্য রয়েছে বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, বর্তমান সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে একটি গ্রহণযোগ্য, নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজন করা। স্থানীয় সরকারের নির্বাচন অন্তর্বর্তী সরকারের কাজ নয়।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত