ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২
‘স্বৈরাচারবিরোধী শক্তিগুলোতে বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে’
.jpg)
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করে বলেছেন দেশে স্বৈরাচারবিরোধী শক্তিগুলোর মধ্যে পরিকল্পিতভাবে বিভাজন সৃষ্টি করার চেষ্টা চলছে। তিনি হুঁশিয়ার করে বলেন, যারা নির্বাচন পিছিয়ে দিয়ে কিংবা নির্বাচন এড়িয়ে ক্ষমতায় থাকতে চায়, তাদের মূল লক্ষ্য হলো ফ্যাসিবাদকে পুনরায় প্রতিষ্ঠা করা।
শুক্রবার (১৮ জুলাই) ঢাকায় দক্ষিণ বিএনপি আয়োজিত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিল ও মৌন মিছিলের আগে এক সমাবেশে এসব মন্তব্য করেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, নতুন করে কেউ কেউ ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন, সেটা স্বাভাবিক। কিন্তু যারা নির্বাচনকে এড়িয়ে গিয়ে বা পিছিয়ে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন, তারা আসলে ফ্যাসিবাদকে পুনর্বাসনের পাঁয়তারা করছেন।
তিনি আরও বলেন, আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি দেশের স্বৈরাচারবিরোধী শক্তিগুলোর ভেতরে কৃত্রিম বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে। যারা একসময় বাংলাদেশপন্থী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন, তাদের মধ্যেই ফাটল ধরানোর অপচেষ্টা হচ্ছে।
নেতাকর্মীদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয় ঘটেছে ঢাকায়, আর তাদের কূটনৈতিক দাফন সম্পন্ন হয়েছে দিল্লিতে। এখন যারা তাদের আবার ফিরিয়ে আনতে চায়, তাদের আমরা নজরে রাখছি এবং চিহ্নিত করব।
তিনি বলেন, যারা আবারও কোনো নির্বাচনের আয়োজন ছাড়াই ক্ষমতায় যেতে চায়, তারা বোকার স্বর্গে বাস করছে। তাদের সে স্বপ্ন বাস্তবায়ন হবে না। বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র এবং জনগণের অধিকার রক্ষায় আমাদের লড়াই চলবে।
পিআর (প্রোপ্রোশানাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির জাতীয় নির্বাচনের দাবি তোলা এবং প্রথমে স্থানীয় নির্বাচনের কথা বলার পেছনে অসৎ উদ্দেশ্য রয়েছে বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, বর্তমান সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে একটি গ্রহণযোগ্য, নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজন করা। স্থানীয় সরকারের নির্বাচন অন্তর্বর্তী সরকারের কাজ নয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- চলতি সপ্তাহে বেক্সিমকোর ফ্লোর প্রাইস ওঠার সম্ভাবনা
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- ঢাবির জিয়া হলে ‘ক্যারিয়ার টক’ অনুষ্ঠিত
- ডিভিডেন্ড পেয়েছে চার কোম্পানির বিনিয়োগকারীরা
- শেয়ার কারসাজিকারীদের শাস্তি ১০ বছর করার প্রস্তাব
- ফেসবুক গ্রুপের এডমিন-সিআরদের সঙ্গে আলোচনায় বসবে ডাকসু নির্বাচন কমিশন