ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২
ভোটকেন্দ্র নজরদারিতে সিসিটিভি, বরাদ্দ প্রায় ৭২ কোটি
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদারে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। অতি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য বিশেষভাবে বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ৭২ কোটি টাকা।
মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম সভায় এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। এটি অন্তর্বর্তী সরকারের প্রথম নিকার সভা। পরে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে বিষয়টি জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
তিনি জানান, দেশের ২১ হাজার ৯৪৬টি অতি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসাতে ৭১ কোটি ৯৮ লাখ ২৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে এসব কেন্দ্রের বাইরে থাকা ভোটকেন্দ্রগুলোতে প্রয়োজন অনুযায়ী স্থানীয় প্রশাসনের উদ্যোগে সিসিটিভির ব্যবস্থা করা হবে।
একই ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাঠামো পুনর্বিন্যাসের বিষয়েও সরকার ভাবছে।
তিনি বলেন, ডিএমপিকে ঢাকা উত্তর ও দক্ষিণ অথবা একাধিক অংশে ভাগ করা হলে কাজের গতি বাড়বে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও দক্ষতার সঙ্গে সামাল দেওয়া সম্ভব হবে।
শফিকুল আলম আরও বলেন, সময়ের সঙ্গে ঢাকার পরিধি ব্যাপকভাবে বেড়েছে। নতুন এক জরিপ অনুযায়ী ঢাকা এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর। এত বড় নগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অপরাধ দমন ও নিরাপত্তা ব্যবস্থাপনা কীভাবে আরও সহজ ও কার্যকর করা যায়, সে বিষয়েই সভায় আলোচনা হয়েছে।
তিনি জানান, ডিএমপিকে দুই ভাগে নাকি একাধিক অংশে ভাগ করা হবে—তা নিয়ে আলোচনা হলেও এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অতীতে গুলশান ও মিরপুর পৌরসভার মতো মডেলগুলোও আলোচনায় এসেছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক
- ২৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা উদ্যোক্তা পরিচালকের
- সূচক কমলেও স্বস্তিতে বাজার, লেনদেন বেড়েছে
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেস: রোমাঞ্চকর ম্যাচটি চলছে-দেখুন সরাসরি (LIVE)