ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা ভাঙার ঘোষণা র‍্যাব ডিজির

২০২৬ জানুয়ারি ২০ ২০:৫৬:৪৯

সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা ভাঙার ঘোষণা র‍্যাব ডিজির

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ডে র‍্যাব সদস্য হত্যার ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। জঙ্গল সলিমপুরে গড়ে ওঠা সন্ত্রাসীদের অবৈধ ঘাঁটি যেকোনো মূল্যে উচ্ছেদ করা হবে বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন র‍্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমান। তিনি বলেন, সন্ত্রাসীরা কখনোই রাষ্ট্রের চেয়ে শক্তিশালী হতে পারে না এবং এই অপশক্তির বিরুদ্ধে সম্মিলিত অভিযান চালানো হবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় র‍্যাবের আঞ্চলিক সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন র‍্যাব মহাপরিচালক। এর আগে সেখানে নিহত র‍্যাব সদস্যের জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

একেএম শহিদুর রহমান বলেন, জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে। সেখানে অবৈধভাবে বসবাসকারী ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়ায় দ্রুত অভিযান চালানো হবে। এই অপরাধচক্রের সব অবৈধ স্থাপনা ধ্বংস করে এলাকা সম্পূর্ণভাবে মুক্ত করা হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, সন্ত্রাস দমনে শুধু র‍্যাব নয়—সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, এপিবিএনসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। যদি সলিমপুরের জমি সরকারি হয়, তবে তা উদ্ধারে প্রয়োজনীয় প্রশাসনিক উদ্যোগ নেওয়া হবে।

র‍্যাব মহাপরিচালক জানান, যত সময়ই লাগুক না কেন, সন্ত্রাসীদের এই অভয়ারণ্য নির্মূল করা হবে। এতদিন হয়তো কার্যকর ব্যবস্থা নেওয়া যায়নি, কিন্তু এবার দৃঢ়ভাবে অভিযান চালানো হবে। তিনি জোর দিয়ে বলেন, রাষ্ট্রের শক্তির কাছে কোনো সন্ত্রাসীই টিকতে পারবে না।

অভিযানে স্বল্প জনবল বা কৌশলগত ত্রুটি ছিল কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অভিযানে ৫০ জনের বেশি সদস্য অংশ নিয়েছিলেন এবং পরিকল্পনা অনুযায়ী সফলতার আশাই ছিল। তবুও ঘটনার তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যদি কোনো ভুলত্রুটি ধরা পড়ে, তা সংশোধন করে ভবিষ্যতে আরও শক্ত ও কার্যকর অভিযান পরিচালনা করা হবে।

তিনি জানান, আত্মরক্ষার অধিকার থাকলেও ওই সময় গুলি চালানো হয়নি, কারণ এতে সাধারণ মানুষের হতাহতের ঝুঁকি ছিল। পুরো অভিযানের বিষয়ে বিস্তারিত অনুসন্ধান চালানো হবে বলে আশ্বাস দেন তিনি।

রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন উঠলে র‍্যাব মহাপরিচালক বলেন, অভিযানে যাদের গ্রেপ্তার করতে যাওয়া হয়েছিল, তারাই র‍্যাবের ওপর হামলা চালায়। হামলাকারীদের পরিচয় পাওয়া গেছে এবং তাদের গ্রেপ্তারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত শেষে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনা হবে।

নিহত র‍্যাব সদস্য সুবেদার মোতালেব হোসেন ভূঁইয়ার পরিবারের দায়িত্ব র‍্যাব নেবে বলে জানান মহাপরিচালক। তিনি বলেন, পরিবারটি যে অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে, তা পূরণ সম্ভব নয়। তবে মোতালেবের পরিবার যেন কোনো কষ্টে না থাকে, সেই দায়ভার র‍্যাব গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত র‍্যাব বিষয়টি মনিটর করবে। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

একেএম শহিদুর রহমান জানান, ২০০৪ সাল থেকে দায়িত্ব পালন করতে গিয়ে র‍্যাবের ৭৫ জন সদস্য শহিদ হয়েছেন, এ ঘটনায় সেই তালিকায় আরও একজন যুক্ত হলো। তবুও দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাব সর্বোচ্চ ঝুঁকি নিয়ে কাজ চালিয়ে যাবে।

তিনি বলেন, গত দেড় বছরে বহু সন্ত্রাসী গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রতিটি অভিযানে ঝুঁকি থাকে, আর এই ঘটনাও তার একটি ব্যতিক্রম। ভবিষ্যতেও অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে অপরাধ দমনে র‍্যাব সক্রিয় থাকবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন র‍্যাব মহাপরিচালক।

জানাজার আগে নিহত মোতালেবের স্ত্রী ও সন্তানদের সঙ্গে সাক্ষাৎ করে সান্ত্বনা দেন তিনি। পরে সাংবাদিকদের সামনে কান্নায় ভেঙে পড়ে পরিবারটি হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানায়।

উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানের সময় সন্ত্রাসীদের হামলায় র‍্যাব সদস্য বিজিবির নায়েক সুবেদার মো. মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হন। এ ঘটনায় আরও তিনজন র‍্যাব সদস্য আহত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত