ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২
২৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা উদ্যোক্তা পরিচালকের
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড লাভেলো সংশ্লিষ্ট কোম্পানির শেয়ার কাঠামোয় আসছে বড় ধরনের পারিবারিক পরিবর্তন। তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি’র উদ্যোক্তা পরিচালক মো. একরামুল হক তার মালিকানাধীন উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) উদ্যোক্তা পরিচালক মো. একরামুল হক তার হাতে থাকা মোট শেয়ার থেকে ২৫ লাখ শেয়ার উপহার হিসেবে তার আপন ভাই মো. জাহিদুল হকের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছেন। মো. জাহিদুল হক বর্তমানে কোম্পানিটির একজন সাধারণ শেয়ারহোল্ডার।
ডিএসই জানায়, এই শেয়ার হস্তান্তরটি পারিবারিক উপহার হিসেবে দেওয়া হচ্ছে এবং তা শেয়ারবাজারের প্রচলিত নিয়ম ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসরণ করেই সম্পন্ন হবে। এতে কোম্পানির মালিকানা কাঠামোয় অভ্যন্তরীণ পরিবর্তন হলেও বাজারে সরাসরি কোনো বিক্রয়চাপ সৃষ্টি হবে না।
ঘোষণা অনুযায়ী, এই ২৫ লাখ শেয়ার সাধারণ ট্রেডিং সিস্টেমের মাধ্যমে লেনদেন হবে না। বরং ডিএসইর ব্লক বা বিশেষ ব্যবস্থার আওতায় এক বিও হিসাব থেকে অন্য বিও হিসাবে সরাসরি স্থানান্তর করা হবে। গত ২২ ডিসেম্বর ২০২৫ থেকে পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে এই হস্তান্তর সম্পন্ন করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
ডিএসই সংশ্লিষ্টরা জানান, শেয়ারবাজারের নিয়ম অনুযায়ী কোনো তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা বা পরিচালক তার নিকটাত্মীয়—যেমন ভাই, বোন, পিতা-মাতা, স্ত্রী বা সন্তানের কাছে উপহার হিসেবে শেয়ার হস্তান্তর করতে পারেন। তবে সেক্ষেত্রে আগাম ঘোষণা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন বাধ্যতামূলক। লাভেলো আইসক্রিমের ক্ষেত্রেও এই আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই শেয়ার হস্তান্তরের ঘোষণা দেওয়া হয়েছে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- ডিভিডেন্ড পেতে হলে নজর রাখুন ২ কোম্পানির রেকর্ড ডেটে
- নির্বাচনের পর বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- মিশ্র সূচকের মধ্যেও বাজারে আশাবাদ অব্যাহত
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো
- সাপ্তাহিক লেনদেন বৃদ্ধিতে শীর্ষে ৬ বড় খাত
- ডিভিডেন্ড অনুমোদনে সপ্তাহজুড়ে ৩ কোম্পানিরএজিএম