ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

উন্নত দেশ যা পারেনি, বাংলাদেশ তা করে দেখাচ্ছে: সিইসি

২০২৬ জানুয়ারি ২০ ২১:১৭:৫৬

উন্নত দেশ যা পারেনি, বাংলাদেশ তা করে দেখাচ্ছে: সিইসি

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচন কমিশনের (ইসি) বিভিন্ন উদ্যোগ নিয়ে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ, এম, এম, নাসির উদ্দিন। তিনি বলেন, “সোশ্যাল মিডিয়ায় আমাদের বিরুদ্ধে নানা আজেবাজে লিখে ১২টা বাজিয়ে দেওয়া হচ্ছে। এই কঠিন পরিস্থিতিতে সাংবাদিকরা পাশে আছেন বলেই মানুষ সঠিক তথ্য জানতে পারছে।”

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোকে ‘পোস্টাল ভোটিং সিস্টেম’ নিয়ে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, বিশ্বের ১২২টি দেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার যে সাহসী উদ্যোগ নেওয়া হয়েছে, তা সফল হলে বাংলাদেশের নাম বিশ্ব ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে। অনেক উন্নত দেশও এমন ঝুঁকি নিতে পারেনি, যা বাংলাদেশ করে দেখাচ্ছে। এই প্রক্রিয়াটি অত্যন্ত জটিল উল্লেখ করে তিনি বলেন, ১২২টি দেশের ভিন্ন ভিন্ন আইন, সংস্কৃতি ও ডাক ব্যবস্থাকে সমন্বয় করা বিশাল চ্যালেঞ্জ। আমাদের টিম এই অজানার পথে হাঁটছে কেবল মানুষের ভোটাধিকার নিশ্চিত করার শপথ থেকে।

সোশ্যাল মিডিয়ায় সমালোচনা প্রসঙ্গে সিইসি বলেন, অনেক সময় না বুঝে বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সমালোচনা করা হয়। নতুন কাজে কিছু ভুলত্রুটি হতে পারে, কিন্তু এখানে কোনো অসৎ উদ্দেশ্য নেই। সাংবাদিকরা যদি মানুষের মধ্যে তৈরি হওয়া এসব বিভ্রান্তি পরিষ্কার করে দেন, তবে এই নতুন ব্যবস্থা আরও সফল হবে।

তিনি আরও জানান, বিদেশি কূটনীতিকরা এই উদ্যোগের প্রশংসা করেছেন। তাদের মতে, এটি সফল হলে প্রতিবেশী দেশগুলোর জন্যও উদাহরণ হয়ে থাকবে বাংলাদেশ। শুধু প্রবাসী নয়, যারা নির্বাচনের দিন কর্মস্থলের কারণে নিজ এলাকায় থাকতে পারেন না কিংবা যারা কারাগারে রয়েছেন, তাদের জন্যও ভোটাধিকার প্রয়োগের সুযোগ রাখা হয়েছে।

ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসির সিনিয়র সচিব আখতার আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত