ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২
ভিসা জটিলতা ও ক্রেডিট ট্রান্সফার সমস্যা সমাধান জরুরি: ইউজিসি চেয়ারম্যান
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে হলে শিক্ষার্থীদের ভিসা জটিলতা এবং ক্রেডিট ট্রান্সফার সংক্রান্ত সমস্যা সমাধান করা অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. ফায়েজ উদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) ইউজিসিতে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা জোরদার করতে উভয় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নতুন অধ্যায় শুরু হয়েছে। এ লক্ষ্যে বৃহস্পতিবার এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার আহ্বান জানান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ।
ইউজিসির চেয়ারম্যান বলেন, মালয়েশিয়ায় এমন অনেক বিশ্বমানের বিশ্ববিদ্যালয় রয়েছে, যেগুলো পশ্চিমা দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মতোই মানসম্পন্ন শিক্ষা ও গবেষণার সুযোগ দিচ্ছে। উচ্চশিক্ষায় মালয়েশিয়ার সক্ষমতা উল্লেখযোগ্য। উভয় দেশের শিক্ষার্থীরা যাতে সহজেই উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে, সে জন্য ক্রেডিট ট্রান্সফার, ভিসা সংক্রান্ত জটিলতা এবং অন্যান্য প্রশাসনিক বাধা দূর করা জরুরি।
প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ আরও বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলো ক্রমাগত মানোন্নয়নের পথে রয়েছে। দুটি দেশের শিক্ষাপ্রতিষ্ঠানেই আধুনিক গবেষণাগার, দক্ষ শিক্ষক এবং শিক্ষার উপযুক্ত পরিবেশ রয়েছে। সংস্কৃতি ও মূল্যবোধেও রয়েছে মিল, যা একে অপরকে সহযোগিতা করার জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করতে পারে। ইউজিসি এ ধরনের সব উদ্যোগে সর্বাত্মক সহায়তা করবে বলে তিনি আশ্বস্ত করেন।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার সুহাদা ওসমান বলেন, উচ্চশিক্ষার খাতে মালয়েশিয়া এখন একটি বৈশ্বিক গন্তব্য। স্বল্প খরচে মানসম্পন্ন শিক্ষার সুযোগ থাকায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এটি অত্যন্ত উপযোগী। তিনি জানান, মালয়েশিয়ার ৫টি বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে বিশ্বসেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান করে নিয়েছে। দেশটি প্রযুক্তি, প্রকৌশল, ব্যবসা ও অন্যান্য ক্ষেত্রেও আধুনিক শিক্ষা দিচ্ছে।
আলোচনায় উঠে আসে বাংলাদেশ ও মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বৃত্তি প্রদান, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, যৌথ মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রাম চালু, বায়োটেকনোলজি ও হেলথ সায়েন্সেসে যৌথ গবেষণা, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা বৃদ্ধি, ভাষা ও সংস্কৃতি বিনিময় এবং জলবায়ু স্থিতিস্থাপকতা জোরদারকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়।
অনুষ্ঠান শেষে ইউজিসি ও মালয়েশিয়ার পাঁচটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাধিক সমঝোতা স্মারক সই হয়, যার মাধ্যমে দুই দেশের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের জন্য নতুন সুযোগের দ্বার খুলে যায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক