ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২
রহস্যে ঘেরা, হঠাৎ কেন আলোচনার কেন্দ্রে পাক সেনাপ্রধান?
 
                                    ডুয়া ডেস্ক: সাধারণত প্রকাশ্যে খুব একটা দেখা যায় না পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিফ মুনিরকে। তার বক্তব্য ও উপস্থিতি সবসময়ই যেন এক রহস্যঘেরা আবরণে ঢাকা। তবে সাম্প্রতিক পেহেলগাঁও হামলার পর তিনি হঠাৎ করেই উঠে এসেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
গত বৃহস্পতিবার এক সামরিক মহড়ার সময় ট্যাংকের ওপর দাঁড়িয়ে ভারতকে সরাসরি হুঁশিয়ারি দেন জেনারেল মুনির। তার বক্তব্য ছিল, “ভারতের যেকোনো দুঃসাহসের জবাব হবে দ্রুত, কঠোর এবং আরও শক্তিশালী।” এই বিবৃতিকে সাধারণ প্রতিক্রিয়া না বলে, বিশ্লেষকেরা এটিকে একটি সুস্পষ্ট বার্তা হিসেবে দেখছেন।
কেন এই বার্তা গুরুত্বপূর্ণ?
নিউইয়র্ক টাইমস-এর বরাতে জানা যায়, জেনারেল মুনির শুধু রাজনৈতিক নয়, আদর্শগতভাবেও ভারতবিরোধী অবস্থান ধারণ করেন। আইএসআই এবং মিলিটারি ইন্টেলিজেন্স (এমআই) – পাকিস্তানের দুই শীর্ষ গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ভারত-পাকিস্তান সম্পর্কের জটিলতা ও সংঘাতের বাস্তবতা খুব কাছ থেকে দেখেছেন। বিশ্লেষকদের মতে, তিনি এই দ্বন্দ্বকে শুধু ভৌগোলিক কিংবা রাজনৈতিক হিসেবে নয় বরং ধর্মীয় ও আদর্শগত সংঘর্ষ হিসেবেও বিবেচনা করেন।
কে এই জেনারেল মুনির?
১৯৬৮ সালে রাওয়ালপিন্ডিতে জন্ম নেওয়া সৈয়দ আসিফ মুনিরের পারিবারিক শিকড় ভারতের মাটিতে, যেখান থেকে দেশভাগের সময় তার পরিবার পাকিস্তানে চলে আসে। ২০২২ সালে তিনি পাকিস্তানের ১১তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
একাধিক কারণে তিনি ইতিহাস গড়েছেন। তিনি পাকিস্তানের প্রথম সেনাপ্রধান, যিনি আইএসআই এবং এমআই – উভয় গোয়েন্দা সংস্থার প্রধান ছিলেন। পাশাপাশি, তিনিই প্রথম সেনাপ্রধান যিনি পুরো কোরআন হিফজ করেছেন, অর্থাৎ একজন হাফেজ-এ-কোরআন।
সাম্প্রতিক কঠোর বার্তা এবং ভারত-পাকিস্তান সম্পর্কের নতুন উত্তেজনার প্রেক্ষাপটে জেনারেল আসিফ মুনির এখন শুধু পাকিস্তানে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও এক গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছেন। তার ভবিষ্যৎ কূটনৈতিক ও সামরিক পদক্ষেপ ঘিরে বাড়ছে জল্পনা ও উত্তেজনা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি
- এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ
 
                         
                    -300x200.jpg) 
             
             
             
             
             
             
             
             
             
                    -100x66.jpg) 
                    