ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২
এবার নতুন বিপদে ইসরায়েল

ডুয়া ডেস্ক : দাবানলের ক্ষত এখনও কাটেনি, এর মধ্যেই ভয়াবহ বন্যার কবলে পড়েছে ইসরায়েল। টানা ভারী বৃষ্টিপাতের ফলে দেশটির দক্ষিণাঞ্চলে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।
রবিবার (৪ মে) সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি বিকেলের দিকেই ভয়াবহ আকার ধারণ করে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, আকস্মিক বন্যা ও লাগাতার বর্ষণে বিশেষ করে দক্ষিণাঞ্চলীয় শহর ইলাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের প্রধান সড়কগুলোতে পানি জমে যাওয়ায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।
পুলিশের পক্ষ থেকে জনগণকে সতর্ক করে বলা হয়েছে, বন্যাকবলিত অঞ্চল ও জলাশয়ের আশপাশে না যেতে। কারণ, এসব এলাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
দক্ষিণ ইসরায়েলের আরেকটি শহর দিমোনা বজ্রপাত ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কিবুৎজ সামারে ৩৪ মিলিমিটার এবং কিবুৎজ ইয়োতভাতায় ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় প্রশাসন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মহাসড়ক বন্ধ ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে—মিৎজপে র্যামন থেকে কেতুরা জংশন, আইন গেদি থেকে হা’আরাভা জংশন হয়ে ইলাত পর্যন্ত এবং ইলাত শহরের সঙ্গে সংযোগকারী প্রধান এক্সিট পয়েন্টগুলো।
এর আগে দেশটিতে দাবানলের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। বনাঞ্চল ও প্রাকৃতিক সংরক্ষিত এলাকাগুলোতে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। সেই ক্ষয়ক্ষতির রেশ না কাটতেই এবারের বন্যা আবারও সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে তুলেছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণাঞ্চলে আরও কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে করে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- শেয়ারবাজারে রেকর্ড: বছরের সর্বোচ্চ দামে ১৭ কোম্পানি
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- তিন শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- ব্যাখ্যা শুনতে ডাকা হচ্ছে শেয়ারবাজারের পাঁচ ব্যাংককে