ঢাকা, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২
আন্তর্জাতিক সম্প্রদায়কে ভারতের পাশে থাকার আহ্বান
.jpg)
ডুয়া ডেস্ক: কাশ্মিরের পেহেলগামে হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। এমতাবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়কে ভারতের পাশে থাকার আহ্বান জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
রবিবার ভারতের থিংকট্যাঙ্ক সংস্থা আর্কটিক সার্কেল ইন্ডিয়া ফোরামের সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজের বক্তব্যে জয়শঙ্কর বলেন, “আমরা যখন বিশ্বের দিকে তাকাই, তখন আসলে আমরা অংশীদার খুঁজি, উপদেশদাতা নয়। বিশেষ করে সেইসব উপদেশদাতাদের একেবারেই নয়— যারা অন্যদের যেসব উপদেশ দেয়— সেসব নিজেরা পালন করে না।”
গত ২২ এপ্রিল (মঙ্গলবার) বিকেলে ভারতের জম্মু ও কাশ্মিরের পেহেলগাঁও জেলার বৈসরণ তৃণভূমিতে পর্যটকদের ওপর ভয়াবহ হামলা চালায় কাশ্মিরভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার একটি উপশাখা ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’।
স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে সজ্জিত হামলাকারীরা নির্বিচারে গুলি চালিয়ে অন্তত ২৬ জন পর্যটককে হত্যা করে এবং আরও অনেককে আহত করে। নিহতরা সবাই পুরুষ। এই হামলাটি ছিল ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর কাশ্মিরে সবচেয়ে বড় ও প্রাণঘাতী হামলা।
ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত, এবং এর জবাবে সিন্ধু নদীর পানিবণ্টন চুক্তি স্থগিতসহ একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করে। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও ভারতের জন্য স্থল ও আকাশসীমা বন্ধসহ বেশ কিছু পাল্টা ব্যবস্থা গ্রহণ করে।
এই হামলার পর দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা বিগত এক সপ্তাহ ধরেই অব্যাহত রয়েছে।
এ সময় জয়শঙ্কর ইউরোপীয় দেশগুলোর দুর্বলতা নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, “আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ হতে হলে কৌশলগত স্বায়ত্বশাসন জরুরি; কিন্তু ইউরোপের জন্য এটি অর্জন করা কঠিন। কারণ, ইউরোপ নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র, জ্বালানির জন্য রাশিয়া ও বাণিজ্যের জন্য চীনের ওপর নির্ভরশীল। বৈশ্বিক রাজনীতিতে এ ধরনের নির্ভরশীলতা ঝুঁকিপূর্ণ। কারণ এখানে যে কোনো সময় পরিস্থিতি বদলে যেতে পারে।”
সূত্র : আরটি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- শেয়ারবাজারে রেকর্ড: বছরের সর্বোচ্চ দামে ১৭ কোম্পানি
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- ব্যাখ্যা শুনতে ডাকা হচ্ছে শেয়ারবাজারের পাঁচ ব্যাংককে