ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২
শান্ত থাকার প্রতিশ্রুতি দিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

ডুয়া ডেস্ক : পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, আমাদের (পাকিস্তান) নিয়ে দুশ্চিন্তা করবেন না, বরং অন্যদিকে (ভারত) মনোযোগ দিন। আমি আপনাদের কথা দিচ্ছি, আমরা শান্ত থাকব।
সোমবার (০৫ মে) ইসলামাবাদে পাকিস্তানি পররাষ্ট্র দপ্তরের অধীন সংস্থা ইনস্টিটিউট অব রিজিওনাল স্টাডিজের ‘রিজিওনাল ডায়লগ ২০২৫’ নামের একটি অনুষ্ঠানে কাশ্মীরের পেহেলগামের হামলাকে ভারতের ‘পূর্বপরিকল্পিত হামলা’ উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশে এ কথা বলেছেন তিনি।
ইসহাক দার বলেন, পাকিস্তান বিশ্বাস করে, পহেলগাম আক্রমণ ভারতের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ থেকে 'মনোযোগ অন্যদিকে সরিয়ে ফেলার' একটি প্রচেষ্টার অংশ। এটি 'স্ব-পরিকল্পিত' হতে পারে।
তিনি বলেন, 'আমরা বিশ্বাস করি, যা ঘটেছে তা হলো ভারতের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ, ভারতের অবৈধভাবে অধিকৃত কাশ্মীরে চলমান মানবাধিকার লঙ্ঘন থেকে মনোযোগ সরানোর জন্য এবং সংকীর্ণ অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্য অর্জনের জন্য — আমি পহেলগামের কথা বলছি। ভুলে যাবেন না যে, আগামী কয়েক মাসের মধ্যে ভারতে কিছু উপনির্বাচন আসছে।'
ভারতের পদক্ষেপগুলোকে 'একতরফা, রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত এবং অত্যন্ত উস্কানিমূলক' বলে অভিহিত করে তিনি বলেন, এই ষড়যন্ত্রের পরিণতি ভারতের সীমানা ছাড়িয়েও অনেক দূরে বিস্তৃত।
তিনি উল্লেখ করেন, 'একটি পরিচিত ধরণ অনুসরণ করে আঞ্চলিক উত্তেজনা বাড়ানোর জন্য একটি পরিকল্পিত এবং পূর্বপরিকল্পিত প্রচেষ্টা চলছে বলে মনে হচ্ছে। প্রমাণ ছাড়াই পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তোলা, উস্কানিমূলক বক্তব্য ব্যবহার করা, যুদ্ধের উস্কানি দেওয়া এবং আগ্রাসন ও একতরফা পদক্ষেপের অজুহাত হিসেবে এটি ব্যবহার করা হচ্ছে।'
ভারত সরকারের প্রতি ইঙ্গিত করে ইসহাক জোর দিয়ে বলেন, আঞ্চলিক এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা 'সংকীর্ণ নির্বাচনী লাভের বেদীতে বলি দেওয়া যাবে না'। তিনি আরও বলেন, এটি একটি বিপজ্জনক রাজনৈতিক খেলা এবং জুয়া, যা এই অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত সাম্প্রতিক ম্যাচের পরিসংখ্যান
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার