ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
সৌদিকে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র কেনার প্রস্তাব দেবেন ট্রাম্প
ডুয়া ডেস্ক: আগামী মে মাসে সৌদি আরব সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সফরে রিয়াদে ১০০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের সামরিক সরঞ্জাম বিক্রির একটি বিশাল প্যাকেজ প্রস্তাব করার পরিকল্পনা করছে ওয়াশিংটন, এমনটাই জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ছয়টি প্রত্যক্ষ সূত্রের বরাতে।
এর আগেও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন সৌদি আরব ও ইসরায়েলের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক করার বৃহৎ চুক্তির অংশ হিসেবে রিয়াদের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতে চেয়েছিলেন। তবে সেই উদ্যোগ সফল হয়নি। এবার ট্রাম্প প্রশাসন নতুন করে অস্ত্র বিক্রিকেই অগ্রাধিকার দিয়ে একটি বিস্তৃত প্রস্তাব নিয়ে এগোচ্ছে।
বাইডেন প্রশাসনের প্রস্তাবে সৌদি আরবের কাছে উন্নত মার্কিন অস্ত্র বিক্রির শর্ত হিসেবে চীনা অস্ত্র ক্রয় বন্ধ ও বেইজিংয়ের বিনিয়োগ সীমিত করার কথা বলা হয়েছিল। তবে ট্রাম্পের প্রস্তাবেও একই ধরনের শর্ত থাকবে কিনা সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি রয়টার্স।
হোয়াইট হাউস ও সৌদি সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক কর্মকর্তা জানান, “প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে সৌদি আরবের সঙ্গে আমাদের প্রতিরক্ষা সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। তাদের প্রতিরক্ষা প্রয়োজন মেটাতে আমরা একসাথে কাজ করে যাব।”
সূত্র জানায়, মার্কিন প্রতিরক্ষা ঠিকাদার লকহিড মার্টিন করপোরেশন সৌদি আরবকে সি-১৩০ পরিবহন বিমান, ক্ষেপণাস্ত্র ও রাডারসহ উন্নত অস্ত্র সরবরাহ করতে পারে। এছাড়া আরটিএক্স করপোরেশন (সাবেক রেথিয়ন টেকনোলজিস), বোয়িং, নর্থরপ গ্রুমম্যান এবং জেনারেল অ্যাটমিক্সের মতো কোম্পানিগুলোও এই প্যাকেজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ বিষয়ে কোম্পানিগুলোর কেউই সরাসরি মন্তব্য করতে রাজি হয়নি। তবে লকহিড মার্টিন জানিয়েছে, বিদেশে অস্ত্র বিক্রি মূলত সরকার-টু-সরকার লেনদেনের বিষয়।
২০১৭ সালেও ট্রাম্প প্রশাসন সৌদির সঙ্গে প্রায় ১১০ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছিল, যদিও ২০১৮ সাল পর্যন্ত বাস্তবে মাত্র ১৪.৫ বিলিয়নের অস্ত্র সরবরাহ শুরু হয়। পরে সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের জেরে মার্কিন কংগ্রেস এসব চুক্তি নিয়ে প্রশ্ন তোলে।
২০২১ সালে বাইডেন প্রশাসন সৌদির কাছে আক্রমণাত্মক অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে ইউক্রেন যুদ্ধ এবং গাজা সংকটের পর ওয়াশিংটন সৌদির সঙ্গে নিরাপত্তা সম্পর্ক পুনর্গঠনের পথে হাঁটে। এর প্রেক্ষিতে ২০২৪ সালে অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
মার্কিন আইন অনুযায়ী, বড় অঙ্কের আন্তর্জাতিক অস্ত্র বিক্রির চুক্তিগুলো চূড়ান্ত করার আগে কংগ্রেসের অনুমোদন নিতে হয়। সেই প্রক্রিয়া অনুসরণ করেই ট্রাম্পের এই নতুন প্রস্তাব এগিয়ে নেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়