ঢাকা, শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২

চ্যাটজিপিটির সাহায্যে বিয়ে করে বিপাকে নবদম্পতি

২০২৬ জানুয়ারি ১০ ২০:০৯:৫৫

চ্যাটজিপিটির সাহায্যে বিয়ে করে বিপাকে নবদম্পতি

আন্তর্জাতিক ডেস্ক: নেদারল্যান্ডসে একটি নব দম্পতির জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহারই বিপদের কারণ হয়ে দাঁড়াল। নিজের বিয়ের শপথের দায়িত্ব বন্ধুর হাতে তুলে দিয়ে দম্পতিটি শপথ বাক্য লিখতে চ্যাটজিপিটির সাহায্য নেন। কিন্তু আদালত বিয়েতে আইনি শর্ত পূরণ না হওয়ায় তাদের বিয়ে বাতিল করে দেয়।

নেদারল্যান্ডসের দেওয়ানি বিধি অনুযায়ী, হবু স্বামী-স্ত্রীকে রেজিস্ট্রার ও সাক্ষীদের সামনে দুটি বিষয় নিশ্চিত করতে হয়: একে অপরকে স্বামী-স্ত্রী হিসেবে গ্রহণ এবং দাম্পত্য জীবনের সঙ্গে আইনি দায়িত্ব বিশ্বস্তভাবে পালন। কিন্তু চ্যাটজিপিটির লেখা শপথবাক্য এ মানদণ্ড পূরণ করতে পারেনি। আদালতের রায়ে দম্পতির নাম গোপন রাখা হয়েছে।

গত বছরের ১৯ এপ্রিল ওই দম্পতির বিয়ে অনুষ্ঠিত হয়। কিন্তু যে শপথ পাঠ করা হয়েছিল, তা আইনি ভাষা বা মানদণ্ডে গ্রহণযোগ্য নয়। ফলে আদালতের নির্দেশে শহরের সিভিল রেজিস্ট্রি থেকে তাদের বিয়ের নাম সরানো হচ্ছে।

বিয়ে পড়ানোর সময় বন্ধুটি দম্পতিকে প্রশ্ন করেছিলেন, জীবন যখন কঠিন হবে, তখনও কি একে অপরকে সমর্থন করবেন, খেপাবেন এবং জড়িয়ে রাখবেন? পাশাপাশি তিনি তাদের ‘পাগলাটে’ হিসেবেও সম্বোধন করেন।

বিচারক পর্যবেক্ষণ করেছেন, এসব কথাবার্তা মজার হলেও এতে দাম্পত্য দায়িত্ব পালনের আইনি প্রতিশ্রুতি নেই।

দম্পতিটি আদালতের কাছে আবেদন করেছিলেন, আইনি ভাষা ব্যবহার না হলেও তাদের আসল উদ্দেশ্য—একত্রে বিয়ে করার ইচ্ছা—কে বৈধতার স্বীকৃতি দিতে। তবে ৫ জানুয়ারি রায়ে বলা হয়েছে, ‘বিয়ের সনদে নির্দিষ্ট শর্ত পূরণ না হলে আইন উপেক্ষা করা সম্ভব নয়।’ চূড়ান্তভাবে আদালত ঘোষণা করেছে, সিভিল রেজিস্ট্রিতে বিয়ের নথি ভুলভাবে নথিভুক্ত হয়েছিল এবং এটি বাতিল বলে গণ্য হবে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত