ঢাকা, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২
ভারতের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিল পাকিস্তান
.jpg)
ডুয়া ডেস্ক: ভাতর নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে ভারত। তারা পাকিস্তানের সঙ্গে সবচেয়ে বড় সীমান্ত ক্রসিং বন্ধ, সিন্ধু নদ পানিবণ্টন চুক্তি স্থগিত এবং পাকিস্তানিদের জন্য সবধরনের ভিসা সেবা স্থগিতের ঘোষণা দিয়েছে। এবার ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিল পাকিস্তান।
ভারতের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠকে বসে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি)। বৈঠক শেষে ইসলামাবাদ ভারতের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয়। তারা জানায়, ভারতের সঙ্গে থাকা ওয়াঘাহ সীমান্ত ক্রসিং সাময়িকভাবে বন্ধ থাকবে। এই সময়সীমায় ভারত থেকে কোনো পণ্য পাকিস্তানে প্রবেশ করবে না এবং পাকিস্তান থেকেও কোনো পণ্য ভারতে যাবে না।
এছাড়াও, ভারতের সঙ্গে বিদ্যমান সিমলা চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে পাকিস্তান। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ভারত যুদ্ধে অংশ নেয় এবং দুই দেশের সেনাদের মধ্যে সরাসরি সংঘর্ষ হয়, যার পরিণতিতে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। এই যুদ্ধের পর ১৯৭২ সালে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ভারত ও পাকিস্তান সিমলা চুক্তিতে সই করে।
এই চুক্তির উদ্দেশ্য ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের একটি ভিত্তি গড়ে তোলা, কাশ্মির সমস্যার শান্তিপূর্ণ সমাধান খোঁজা এবং ভবিষ্যতের যেকোনো বিরোধ আলোচনা ও শান্তিপূর্ণ উপায়ে নিষ্পত্তির অঙ্গীকার। পাশাপাশি, এতে যুদ্ধবন্দিদের মুক্তি ও যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপনের বিষয়েও উল্লেখ ছিল।
বৈঠকে ভারতের সিন্ধু নদের পানি চুক্তি বাতিলেরও তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ বলেছে, ‘নয়াদিল্লি সিন্ধু নদের পানি প্রবাহ ঠেকানোর চেষ্টা করলে পূর্ণশক্তি প্রয়োগ করে এর জবাব দেওয়া হবে।’
জরুরি ভিত্তিতে অনুষ্ঠিত জাতীয় নিরাপত্তা কমিটির ওই বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, সেনাপ্রধান অসিম মুনিরসহ সামরিক ও বেসামরিক শীর্ষ কর্মকর্তারা।সূত্র: দ্য ডন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- যারা বৃত্তি পাবে না, তাদের জন্য পার্ট-টাইম জবের চিন্তা-ভাবনা
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা, এনসিপির সকল কার্যক্রম স্থগিত
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৬ জায়গায় হবে ডাকসুর ভোটগ্রহণ
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- ‘শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই’
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- শেয়ারবাজারে চমক দেখাল দুই বহুজাতিক কোম্পানি
- পাঁচ কোম্পানির শেয়ারে বেড়েছে বিদেশি বিনিয়োগ
- ইপিএস প্রকাশ করেছে ৪ কোম্পানি
- নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: দুদু
- শেয়ার কারসাজিকারীদের শাস্তি ১০ বছর করার প্রস্তাব