ঢাকা, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

উত্তরায় বিমান বিধ্বস্ত

হু হু করে বাড়ছে নিহ’তের সংখ্যা

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ২১ ১৭:০৪:৩৪
হু হু করে বাড়ছে নিহ’তের সংখ্যা

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন ৭০ জনের বেশি।

সোমবার (২১ জুলাই) বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের সিনিয়র স্টাফ অফিসার মো. শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট এবং ৬টি অ্যাম্বুলেন্স কাজ করছে। এখনো উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আরও অনেককে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ও আশপাশের অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে দুর্ঘটনার শিকার বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের অবস্থা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাকে সিএমএইচে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে জানা গেছে।

সোমবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউট এবং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে এসব তথ্য জানা গেছে।

রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটের দিকে বিমানটি আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই এক শিক্ষার্থীর মৃত্যু হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই (৭০১) মডেলের একটি প্রশিক্ষণ বিমান। এটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল এবং মাত্র ১২ মিনিট পরই মাইলস্টোন কলেজ চত্বরে বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার পরপরই কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকা আতঙ্কে স্তব্ধ হয়ে পড়ে। এখন পর্যন্ত জানা গেছে, দুর্ঘটনাস্থল থেকে শতাধিক শিক্ষার্থীকে উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে ৭০ জনকে ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। আহতদের অধিকাংশই মাইলস্টোন কলেজের শিক্ষার্থী।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত