ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
যাত্রীরাই পরিশোধ করবে ট্রাভেল ট্যাক্স, চালান দেখিয়ে ভ্রমণ করতে হবে

ডুয়া ডেস্ক : আগামীতে বিমান ভ্রমণের সময় ট্রাভেল ট্যাক্স যাত্রীদের নিজ দায়িত্বে পরিশোধ করতে হবে। এই করের জন্য চালান সংগ্রহ করে তা প্রদর্শন করেই ভ্রমণ করতে হবে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় এ তথ্য জানান এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
তিনি বলেন, এখন এয়ারলাইন্স কোম্পানিগুলো টিকিটের দামের সঙ্গে ট্রাভেল ট্যাক্স আদায় করে। কিন্তু অনেক সময় দেখা যায়, তারা সেই টাকা সরকারের কোষাগারে জমা দেয় না, আবার কখনও দেউলিয়া হয়ে যায় বা ব্যবসা গুটিয়ে চলে যায়। তাই ভবিষ্যতে যাত্রীদের নিজ উদ্যোগে ট্রাভেল ট্যাক্স পরিশোধ করতে হবে এবং চালান দেখিয়ে যাত্রা করতে হবে।
সভায় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকেও একাধিক প্রস্তাব তুলে ধরা হয়।
এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (AOAB) দাবি করেছে, জেট ফুয়েলের ওপর আমদানি শুল্ক ও মূসক মওকুফ করতে হবে এবং উড়োজাহাজের যন্ত্রপাতির ওপর কর কমানো উচিত।
সোলার মডিউল ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ দেশের স্থানীয় সোলার প্যানেল উৎপাদকদের জন্য ৫০০ কোটি টাকার আর্থিক সহায়তা চেয়েছে।
বাংলাদেশ সুইটস ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন মিষ্টি বিক্রিতে মূসক ১০ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করার দাবি জানিয়েছে।
বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটারওয়ে অ্যাসোসিয়েশন শীতাতপ নিয়ন্ত্রিত নৌযানের কক্ষগুলোর ওপর থেকে মূসক অব্যাহতির প্রস্তাব দিয়েছে।
অন্যদিকে বাংলাদেশ ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন অব ট্রান্সফরমার অ্যান্ড সুইচগিয়ার রপ্তানি আদেশে ব্যবহৃত ৬৫ শতাংশ কাঁচামালের ওপর সম্পূর্ণ শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে।
আলোচনার শেষে সমাপনী বক্তব্যে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, “আমরা চেষ্টা করব—যেখানে যেটা সহজ করা যায়, সেটা করব। এবারের বাজেটের মূল লক্ষ্য হলো ট্রেন্ড ফ্যাসিলিটেশন, লুপহোল বন্ধ এবং বৈষম্য হ্রাস করা।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার