ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২
ঢাকায় পাকিস্তানি শিল্পী, লাপাত্তা আয়োজক

ডুয়া ডেস্ক: উপমহাদেশের জনপ্রিয় শিল্পী মুস্তফা জাহিদ। বলিউডে ‘তো ফির আও’, ‘তেরা মেরা রিশতা’সহ একাধিক হিট গান রয়েছে পাকিস্তানি এই শিল্পীর। ‘মেলোডি আনলিশড’ শিরোনামের কনসার্টে অংশ নিতে ঢাকায় এসেছেন এই শিল্পী। তবে হঠাৎ করেই বন্ধ ঘোষণা করা হয় কনসার্ট।
গতকাল শুক্রবার (১১ এপ্রিল) কনসার্টের ঘণ্টাখানেক আগে এক ফেসবুক পোস্টে কনসার্ট স্থগিতের ঘোষণা দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন। আয়োজক প্রতিষ্ঠান ‘মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন’ ফেসবুক পোস্টে কনসার্ট স্থগিতের কারণ হিসেবে ‘নিরাপত্তা ঝুঁকির’ কথা তুলে ধরেছে।
এর আগে, কনসার্টে অংশ নিতে বৃহস্পতিবার (১০ এপ্রিল) প্রথমবারের মতো ঢাকায় আসেন পাকিস্তানের জনপ্রিয় রকস্টার ও রোক্সেন ব্যান্ডের প্রধান ভোকালিস্ট মুস্তফা জাহিদ। শুক্রবার বিকেলে রাজধানীর চায়না-বাংলাদেশ এক্সিবিশন সেন্টারে ‘মেলোডি আনলিশড’ শিরোনামে কনসার্টটি আয়োজনের কথা ছিল।
এই কনসার্টে মুস্তফা জাহিদের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করার কথা ছিল বাংলাদেশের সংগীতশিল্পী একে রাহুল, ব্যান্ড লেভেল ফাইভ ও এনকোরের। তবে শিল্পীদের অভিযোগ, আয়োজকরা কনসার্টের আগে তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রাখেননি।
শুক্রবার (১১ এপ্রিল) রাতে ফেসবুকে এক পোস্টে মুস্তাফা জাহিদ লিখেছেন, “একটু আগেই আয়োজকদের কাছ থেকে জানতে পারি নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে আজ রাতের কনসার্টটি বাতিল করা হয়েছে। আমরা গতরাতে (বৃহস্পতিবার) ঢাকায় নেমে প্রস্তুতি নিয়েছি, দর্শকদের জন্য আজকের এক অসাধারণ রাত উপহার দিতে আমরা ঢাকার শিল্পীদের সঙ্গে গভীর রাত পর্যন্ত রিহার্সাল করেছি। আয়োজকদের পক্ষ থেকে একাধিকবার প্রতিশ্রুতি ভঙ্গের পরও আমরা এখানে এসেছি শুধু আপনাদের ভালোবাসার প্রতি সম্মান জানাতে, আপনাদের মুখে হাসি ফোটাতে। কিন্তু এই কনসার্ট বাতিলের সিদ্ধান্তটি একেবারেই আমাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল। আমরা হতাশ ও কষ্ট পেয়েছি।”
এ বিষয়ে শিল্পী একে রাহুল বলেন, “একজন আন্তর্জাতিক শিল্পী অতিথি হয়ে দেশে এসেছেন। প্র্যাকটিসও করেছেন। অথচ আয়োজকরা একেবারে শেষ মুহূর্তে গায়েব হয়ে গেলেন। এটা শুধু লজ্জাজনক নয়, শিল্পীসমাজের জন্য অপমানজনকও। ব্যান্ড লেভেল ফাইভের ম্যানেজার শাহরিয়ার নাফিস জানান, আয়োজকরা গতকাল যে পেমেন্ট দেওয়ার কথা বলেছিল, সেটিও দেয়নি। তখন থেকেই সন্দেহ হয়েছিল কিছু একটা হতে পারে।”
অন্যদিকে, এই কনসার্টের জন্য আয়োজক প্রতিষ্ঠান তিনটি ক্যাটাগরিতে টিকিট বিক্রি করেছিল। জেনারেল ক্যাটাগরির টিকিটের মূল্য ছিল ১,৯৯৯ টাকা, মেলোডি জোনের টিকিট ৩,৪৯৯ টাকা এবং প্রিমিয়াম ক্যাটাগরির টিকিটের দাম নির্ধারণ করা হয়েছিল ১০,০০০ টাকা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- শেয়ারবাজারে সচেতনতা বাড়াতে এবার যুক্ত হচ্ছে মাঠ প্রশাসন
- শেয়ারবাজার স্থিতিশীল রাখতে এক হাজার কোটি টাকা পাচ্ছে আইসিবি
- ইপিএস প্রকাশ করেছে ৮ কোম্পানি
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি