ঢাকা, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

শাহরুখের গুরুতর আহত হওয়ার খবর নিয়ে যা জানা গেল

ডুয়া নিউজ- বিনোদন
২০২৫ জুলাই ২০ ১৪:৩৫:১২
শাহরুখের গুরুতর আহত হওয়ার খবর নিয়ে যা জানা গেল

বলিউড বাদশাহ শাহরুখ খানের গুরুতর আহত হওয়ার খবরে শনিবার সকাল থেকে যে উদ্বেগ ছড়িয়েছিল, তা এখন রূপ নিয়েছে বিভ্রান্তি ও বিতর্কে। প্রথমে শোনা গিয়েছিল, ‘কিং’ সিনেমার শুটিং সেটে পিঠে গুরুতর চোট পেয়ে চিকিৎসার জন্য আমেরিকায় পাড়ি জমিয়েছেন তিনি। কিন্তু এখন জানা যাচ্ছে, এই খবর পুরোপুরি সত্য নয়।

শনিবার শাহরুখের টিমের বরাত দিয়ে ভারতের প্রথম সারির গণমাধ্যমগুলো জানায়, মুম্বাইয়ের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে ‘কিং’ সিনেমার শুটিং করতে গিয়ে এতটাই আহত হয়েছেন শাহরুখ, যে তাকে মাসখানেক হাসপাতালেও থাকতে হতে পারে। এই খবরে ভক্ত-অনুরাগীদের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়। এমনকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও তার দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা করেন।

তবে শাহরুখের এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, পুরো ঘটনাটিতে বড় ধরনের বিভ্রান্তি রয়েছে। সূত্রটি জানিয়েছে, শাহরুখ আমেরিকায় গিয়েছেন ঠিকই, তবে তা ‘কিং’-এর সেটে নতুন কোনো আঘাত পাওয়ার কারণে নয়। বরং, তার দীর্ঘ ৩০ বছরের ক্যারিয়ারে বিভিন্ন সময়ে পাওয়া পুরনো একটি চোট নতুন করে মাথাচাড়া দেওয়ায় তিনি নিয়মিত চিকিৎসার অংশ হিসেবেই এই সফরে গিয়েছেন। বহু অ্যাকশন দৃশ্যে নিজে অভিনয় করার ফলে এই ধরনের পুরনো আঘাত প্রায়ই তাকে ভোগায়।

এই খবর সামনে আসতেই শুরু হয়েছে নতুন জল্পনা। অনেকেই বিষয়টিকে ‘কিং’ সিনেমার প্রচারের কৌশল বা "স্টান্টবাজি" হিসেবে দেখছেন। যেহেতু এই ছবিতে শাহরুখের সঙ্গে প্রথমবারের মতো স্ক্রিন শেয়ার করছেন তার মেয়ে সুহানা খান, তাই ছবির প্রচারের স্বার্থেই এই আহত হওয়ার গুঞ্জন ইচ্ছাকৃতভাবে ছড়ানো হয়েছিল কি না, সেই প্রশ্ন তুলছেন অনেকে।

সব মিলিয়ে, শাহরুখের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ এখন বিতর্কের দিকে মোড় নিয়েছে। এটি কি নিছকই পুরনো চোটের চিকিৎসা, নাকি মেয়ের প্রথম সিনেমার জন্য সাজানো কোনো প্রচার কৌশল—তা নিয়েই এখন তোলপাড় বলিউড।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত