ঢাকা, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২
শাহরুখের গুরুতর আহত হওয়ার খবর নিয়ে যা জানা গেল

বলিউড বাদশাহ শাহরুখ খানের গুরুতর আহত হওয়ার খবরে শনিবার সকাল থেকে যে উদ্বেগ ছড়িয়েছিল, তা এখন রূপ নিয়েছে বিভ্রান্তি ও বিতর্কে। প্রথমে শোনা গিয়েছিল, ‘কিং’ সিনেমার শুটিং সেটে পিঠে গুরুতর চোট পেয়ে চিকিৎসার জন্য আমেরিকায় পাড়ি জমিয়েছেন তিনি। কিন্তু এখন জানা যাচ্ছে, এই খবর পুরোপুরি সত্য নয়।
শনিবার শাহরুখের টিমের বরাত দিয়ে ভারতের প্রথম সারির গণমাধ্যমগুলো জানায়, মুম্বাইয়ের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে ‘কিং’ সিনেমার শুটিং করতে গিয়ে এতটাই আহত হয়েছেন শাহরুখ, যে তাকে মাসখানেক হাসপাতালেও থাকতে হতে পারে। এই খবরে ভক্ত-অনুরাগীদের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়। এমনকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও তার দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা করেন।
তবে শাহরুখের এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, পুরো ঘটনাটিতে বড় ধরনের বিভ্রান্তি রয়েছে। সূত্রটি জানিয়েছে, শাহরুখ আমেরিকায় গিয়েছেন ঠিকই, তবে তা ‘কিং’-এর সেটে নতুন কোনো আঘাত পাওয়ার কারণে নয়। বরং, তার দীর্ঘ ৩০ বছরের ক্যারিয়ারে বিভিন্ন সময়ে পাওয়া পুরনো একটি চোট নতুন করে মাথাচাড়া দেওয়ায় তিনি নিয়মিত চিকিৎসার অংশ হিসেবেই এই সফরে গিয়েছেন। বহু অ্যাকশন দৃশ্যে নিজে অভিনয় করার ফলে এই ধরনের পুরনো আঘাত প্রায়ই তাকে ভোগায়।
এই খবর সামনে আসতেই শুরু হয়েছে নতুন জল্পনা। অনেকেই বিষয়টিকে ‘কিং’ সিনেমার প্রচারের কৌশল বা "স্টান্টবাজি" হিসেবে দেখছেন। যেহেতু এই ছবিতে শাহরুখের সঙ্গে প্রথমবারের মতো স্ক্রিন শেয়ার করছেন তার মেয়ে সুহানা খান, তাই ছবির প্রচারের স্বার্থেই এই আহত হওয়ার গুঞ্জন ইচ্ছাকৃতভাবে ছড়ানো হয়েছিল কি না, সেই প্রশ্ন তুলছেন অনেকে।
সব মিলিয়ে, শাহরুখের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ এখন বিতর্কের দিকে মোড় নিয়েছে। এটি কি নিছকই পুরনো চোটের চিকিৎসা, নাকি মেয়ের প্রথম সিনেমার জন্য সাজানো কোনো প্রচার কৌশল—তা নিয়েই এখন তোলপাড় বলিউড।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- যারা বৃত্তি পাবে না, তাদের জন্য পার্ট-টাইম জবের চিন্তা-ভাবনা
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা, এনসিপির সকল কার্যক্রম স্থগিত
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৬ জায়গায় হবে ডাকসুর ভোটগ্রহণ
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- শেয়ারবাজারে চমক দেখাল দুই বহুজাতিক কোম্পানি
- ‘শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই’
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- পাঁচ কোম্পানির শেয়ারে বেড়েছে বিদেশি বিনিয়োগ
- ইপিএস প্রকাশ করেছে ৪ কোম্পানি
- নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: দুদু
- শেয়ার কারসাজিকারীদের শাস্তি ১০ বছর করার প্রস্তাব