ঢাকা, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২
শাহরুখের গুরুতর আহত হওয়ার খবর নিয়ে যা জানা গেল

বলিউড বাদশাহ শাহরুখ খানের গুরুতর আহত হওয়ার খবরে শনিবার সকাল থেকে যে উদ্বেগ ছড়িয়েছিল, তা এখন রূপ নিয়েছে বিভ্রান্তি ও বিতর্কে। প্রথমে শোনা গিয়েছিল, ‘কিং’ সিনেমার শুটিং সেটে পিঠে গুরুতর চোট পেয়ে চিকিৎসার জন্য আমেরিকায় পাড়ি জমিয়েছেন তিনি। কিন্তু এখন জানা যাচ্ছে, এই খবর পুরোপুরি সত্য নয়।
শনিবার শাহরুখের টিমের বরাত দিয়ে ভারতের প্রথম সারির গণমাধ্যমগুলো জানায়, মুম্বাইয়ের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে ‘কিং’ সিনেমার শুটিং করতে গিয়ে এতটাই আহত হয়েছেন শাহরুখ, যে তাকে মাসখানেক হাসপাতালেও থাকতে হতে পারে। এই খবরে ভক্ত-অনুরাগীদের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়। এমনকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও তার দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা করেন।
তবে শাহরুখের এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, পুরো ঘটনাটিতে বড় ধরনের বিভ্রান্তি রয়েছে। সূত্রটি জানিয়েছে, শাহরুখ আমেরিকায় গিয়েছেন ঠিকই, তবে তা ‘কিং’-এর সেটে নতুন কোনো আঘাত পাওয়ার কারণে নয়। বরং, তার দীর্ঘ ৩০ বছরের ক্যারিয়ারে বিভিন্ন সময়ে পাওয়া পুরনো একটি চোট নতুন করে মাথাচাড়া দেওয়ায় তিনি নিয়মিত চিকিৎসার অংশ হিসেবেই এই সফরে গিয়েছেন। বহু অ্যাকশন দৃশ্যে নিজে অভিনয় করার ফলে এই ধরনের পুরনো আঘাত প্রায়ই তাকে ভোগায়।
এই খবর সামনে আসতেই শুরু হয়েছে নতুন জল্পনা। অনেকেই বিষয়টিকে ‘কিং’ সিনেমার প্রচারের কৌশল বা "স্টান্টবাজি" হিসেবে দেখছেন। যেহেতু এই ছবিতে শাহরুখের সঙ্গে প্রথমবারের মতো স্ক্রিন শেয়ার করছেন তার মেয়ে সুহানা খান, তাই ছবির প্রচারের স্বার্থেই এই আহত হওয়ার গুঞ্জন ইচ্ছাকৃতভাবে ছড়ানো হয়েছিল কি না, সেই প্রশ্ন তুলছেন অনেকে।
সব মিলিয়ে, শাহরুখের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ এখন বিতর্কের দিকে মোড় নিয়েছে। এটি কি নিছকই পুরনো চোটের চিকিৎসা, নাকি মেয়ের প্রথম সিনেমার জন্য সাজানো কোনো প্রচার কৌশল—তা নিয়েই এখন তোলপাড় বলিউড।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত সাম্প্রতিক ম্যাচের পরিসংখ্যান
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার