ঢাকা, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২
অভিনেত্রীর অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বাবা নিখোঁজ

ছোটপর্দার অভিনেত্রী প্রসূন আজাদের বাবা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আজাদ হোসেন নিখোঁজ রয়েছেন। শুক্রবার বিকেল থেকে নিখোঁজ হলেও এখন পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি বলে জানিয়েছেন মেয়ে প্রসূন।
আজ শনিবার (১৯ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান অভিনেত্রী।
পোস্টে প্রসূন আজাদ লেখেন, “আমার আব্বুকে কেউ রাস্তায় বা হাসপাতালে বা যেকোনো জায়গায় দেখলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। গতকাল বিকেল চারটা থেকে এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। মুঠোফোনও সঙ্গে নেয়নি।”
পরে কাঁদতে কাঁদতে গণমাধ্যমকে জানান, “আমার বাসা টিকাটুলীতে, আর আম্মু-আব্বু থাকেন মালিবাগে। আব্বু দিনে অন্তত পাঁচ-ছয়বার ভিডিও কলে আমার সন্তানদের সঙ্গে কথা বলেন। এমন মানুষ গতকাল বিকেল থেকে একবারও ফোন করেননি। কোথায় আছেন তিনি, আমরা কেউ জানি না।”
প্রসূনের মা শাহানা বেগম একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। মেয়ের ভাষ্য অনুযায়ী, আজাদ হোসেন নিখোঁজ হওয়ার পর প্রথমে ধারণা করেছিল তিনি হয়তো স্বেচ্ছায় কোথাও গিয়েছেন এবং শিগগিরই ফিরে আসবেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ না মেলায় থানায় অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নেয় পরিবার।
তার বাবার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রয়েছে। কিছুদিন আগে স্ট্রোক করার পর থেকে তার জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন আনতে হয়েছিল বলেও জানান অভিনেত্রী।
বাবার চা খাওয়ার অভ্যাস ছিল জানিয়ে প্রসূন আরও বলেন, “চা খাওয়া নিয়ে বাসায় খুব যন্ত্রণা দিত। তাই প্রায়ই আমার বাসায় চলে আসত অথবা লুঙ্গি পরেই আব্বু বাসার নিচে গিয়ে চা খেত। আম্মু ভেবেছে, গতকাল লুঙ্গি পরে যেহেতু বের হয়েছে, হয়তো বাসার নিচে আড্ডা দিয়ে চা খেয়ে আবার চলে আসবে। কিন্তু এখন পর্যন্ত তার কোনো খবর নেই। এমন না, তিনি রাস্তা ভুলে যান। আমার আব্বুর কিন্তু ৫০ বছর আগের কথাও পরিষ্কার মনে থাকে। সেসব গল্পও তিনি আমাদের দুই ভাই–বোনকে শোনান।”
কাউকে সন্দেহ হয় কি না জানতে চাইলে তিনি বলেন, “আমার আব্বার কারও সঙ্গে কোনো বিরোধ নেই। বরং তার সঙ্গে সবারই খুব ভালো সম্পর্ক। তিনি ভীষণ প্রাণখোলা মানুষ। আড্ডা দিতে ভালোবাসেন। আমার পরোপকারী আব্বু গেল কোরবানিতেও একজন অসহায় মানুষকে নিজের টাকা দিয়ে ঘর বানিয়ে দিয়েছেন। এটা বলছি এই কারণে, সে বরাবরই খুবই পরোপকারী একজন মানুষ। জানি না, আমার সেই আব্বুটা কই আছে? কী করছে?”
নিখোঁজ আজাদ হোসেনের কোনো খোঁজ না মেলায় উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে তার পরিবার।
প্রসঙ্গত, প্রসূন আজাদ ২০১২ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টারে প্রথম রানারআপ হয়ে অভিনয়জগতে প্রবেশ করেন। এরপর নিয়মিত নাটক ও সিনেমায় অভিনয় করে তিনি দর্শকপ্রিয়তা অর্জন করেন। তবে হঠাৎ করেই অভিনয় থেকে বিরতিতে যান। তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘পদ্মাপুরাণ’ মুক্তি পায় গত বছর। বর্তমানে তিনি সংসার ও সন্তানদের নিয়েই সময় পার করছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত সাম্প্রতিক ম্যাচের পরিসংখ্যান
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার