ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

একদিন না একদিন এই বৃষ্টি থেমে যাবে: সুনেরাহ

ডুয়া নিউজ- বিনোদন
২০২৫ জুলাই ১৮ ২৩:৩৩:২৮
একদিন না একদিন এই বৃষ্টি থেমে যাবে: সুনেরাহ

বাংলাদেশের শোবিজ অঙ্গনের তারকা সুনেরাহ বিনতে কামাল। তার অভিনয় দক্ষতায় ইতোমধ্যে দর্শকদের মাঝে স্থান দখল করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয়। বিভিন্ন সময়ে নিজের আবেগ-অনুভূতি দর্শকদের সঙ্গে শেয়ার করেন।

সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় নিজের কিছু ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করেছেন সুনেরাহ, যা অনুরাগীদের মধ্যে নতুন করে কৌতূহল ও আলোচনা সৃষ্টি করেছে। সেখানে তিনি চলমান কঠিন বাস্তবতার সঙ্গে নিজের সংগ্রাম ও অভিজ্ঞতার কথা অকপটে তুলে ধরেছেন।

পোস্টে সুনেরাহ লেখেন, ‘ ‘আমাকে বাঁচাতে কেউ আসছে না’— এই বাক্যটা এখন অনেকদিন ধরে আমার ব্যক্তিগত মন্ত্র হয়ে দাঁড়িয়েছে। দিনগুলো যেন ক্রমশ কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে, আর রাতগুলো যখন আমি ঘণ্টার পর ঘণ্টা ছাদের দিকে তাকিয়ে থাকি, নিজের চিন্তায় ডুবে যাই। তখন সেই অনুভূতিগুলোও ধীরে ধীরে অবসন্ন হয়ে পড়ে।’

নিজের মনের চিন্তা নিয়ে তিনি, ‘যখন কিছু করছি না, তখন মনের ভিতর হাজারো চিন্তা ভিড় করে, আমি আর কী কী করতে পারি যাতে বাকিদের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারি। অথবা অন্তত এমন কিছু যাতে মনে হয় আমি এগোচ্ছি, কারণ সবাই যেন অনেক আগেই দৌড়ে এগিয়ে গেছে, আর আমি এখনও ফিনিশ লাইনের দেখা পাইনি।’

এরপর তিনি লেখেন, ‘আমাকে বাঁচাতে কেউ আসছে না। হ্যা, কেউ কেউ সাহায্যের আহ্বানে সাড়া দিতে পারে, কিন্তু তাদেরও নিজস্ব পথ আছে, নিজস্ব যাত্রা আছে। সত্যিটা হলো সবাই নিজের মতো করে প্রাণপণে লড়ছে।’

অভিনেত্রীর ভাষায়, ‘আমাকে বাঁচাতে কেউ আসছে না, কারণ সবাই নিজেকে বাঁচাতেই ব্যস্ত। আর সেই কারণেই আমি নিজের ভিতরে একটা তালিকা রাখি কী কী নতুন কিছু চেষ্টা করতে চাই। আর তাই তো আমি প্রতিদিন সকালে উঠে বাইরে যাই, যদিও জানি এখনও বৃষ্টি থামেনি কারণ আমি বিশ্বাস করি, একদিন না একদিন এই বৃষ্টি থেমে যাবে।’

সবশেষ সুনেরাহ লেখেন, ‘আর যেদিন তা থামবে, আমি হয়তো রোদের নিচে দাঁড়িয়ে থাকব চোখ বন্ধ করে, অথবা রাতের আকাশে তারার দিকে তাকিয়ে মুচকি হাসব কারণ তখন আমি জানব, কোনো রকমে হলেও আমি পার হয়েছি।’

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত