ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
১১ বোর্ডের অধীনে মাধ্যমিকে বসেছে সোয়া ১৯ লাখ পরীক্ষার্থী

ডুয়া ডেস্ক: ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১৯ লাখ ২৮ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করছে।
১০ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১০টায় এসএসসিতে বাংলা প্রথম পত্র, দাখিলে কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষা এবং এসএসসি ও দাখিল ভোকেশনালে বাংলা-২ বিষয়ের পরীক্ষা শুরু হয়েছে। এবারের এসএসসি ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে, সব বিষয়ের পূর্ণ নম্বর এবং সময় অনুযায়ী অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা দুপুর ১টা পর্যন্ত চলবে।
দেশের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা আয়োজনের জন্য শিক্ষা বোর্ড ও প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। পরীক্ষাকেন্দ্রগুলোতে উত্তরপত্রসহ অন্যান্য আনুষঙ্গিক উপকরণ পৌঁছে গেছে এবং সিট প্ল্যান নির্ধারণ করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
রাজধানীর বাড্ডা হাই স্কুল কেন্দ্রে পরীক্ষা দিতে আসা একজন পরীক্ষার্থীর অভিভাবক মাহামুদুর রহমান জানিয়েছেন, তার মেয়ে মেরুল বাড্ডার সিরাজ মিয়া মেমোরিয়াল হাই স্কুলের ছাত্রী। তারা সকাল সাড়ে ৯টার আগেই কেন্দ্রে পৌঁছেছেন এবং বাংলা পরীক্ষায় তেমন কোনো টেনশন নেই। তিনি বলেন, পূর্ণ সিলেবাসে পরীক্ষা হলেও প্রস্তুতিতে কোনো সমস্যা হয়নি কারণ শিক্ষার্থীরা যথেষ্ট সময় পেয়েছে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খোন্দকার এহসানুল কবির জানিয়েছেন, পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং কোথাও কোনো ঘাটতি নেই। তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মনিটরিং টিম সার্বক্ষণিক তৎপর রয়েছে। এছাড়া প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই এবং গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
এবারের পরীক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে আহত এবং বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য। ২০২২ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত অনেক শিক্ষার্থীও এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে। যারা শারীরিকভাবে অক্ষম তাদের জন্য জেলা প্রশাসকদের নির্দেশনায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রফেসর ড. খোন্দকার বলেন, “শারীরিকভাবে অক্ষম শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আগে থেকেই নেওয়া হয়েছে এবং জেলা প্রশাসকরা নিজ নিজ এলাকায় এই ব্যবস্থা নিশ্চিত করবেন।”
এসএসসি পরীক্ষার সুষ্ঠু সম্পাদনার জন্য শিক্ষা বোর্ড শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক এবং প্রশাসনের সহযোগিতা কামনা করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার