ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

১১ বোর্ডের অধীনে মাধ্যমিকে বসেছে সোয়া ১৯ লাখ পরীক্ষার্থী

২০২৫ এপ্রিল ১০ ১১:২০:৩৯

১১ বোর্ডের অধীনে মাধ্যমিকে বসেছে সোয়া ১৯ লাখ পরীক্ষার্থী

ডুয়া ডেস্ক: ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১৯ লাখ ২৮ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

১০ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১০টায় এসএসসিতে বাংলা প্রথম পত্র, দাখিলে কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষা এবং এসএসসি ও দাখিল ভোকেশনালে বাংলা-২ বিষয়ের পরীক্ষা শুরু হয়েছে। এবারের এসএসসি ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে, সব বিষয়ের পূর্ণ নম্বর এবং সময় অনুযায়ী অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা দুপুর ১টা পর্যন্ত চলবে।

দেশের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা আয়োজনের জন্য শিক্ষা বোর্ড ও প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। পরীক্ষাকেন্দ্রগুলোতে উত্তরপত্রসহ অন্যান্য আনুষঙ্গিক উপকরণ পৌঁছে গেছে এবং সিট প্ল্যান নির্ধারণ করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

রাজধানীর বাড্ডা হাই স্কুল কেন্দ্রে পরীক্ষা দিতে আসা একজন পরীক্ষার্থীর অভিভাবক মাহামুদুর রহমান জানিয়েছেন, তার মেয়ে মেরুল বাড্ডার সিরাজ মিয়া মেমোরিয়াল হাই স্কুলের ছাত্রী। তারা সকাল সাড়ে ৯টার আগেই কেন্দ্রে পৌঁছেছেন এবং বাংলা পরীক্ষায় তেমন কোনো টেনশন নেই। তিনি বলেন, পূর্ণ সিলেবাসে পরীক্ষা হলেও প্রস্তুতিতে কোনো সমস্যা হয়নি কারণ শিক্ষার্থীরা যথেষ্ট সময় পেয়েছে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খোন্দকার এহসানুল কবির জানিয়েছেন, পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং কোথাও কোনো ঘাটতি নেই। তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মনিটরিং টিম সার্বক্ষণিক তৎপর রয়েছে। এছাড়া প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই এবং গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এবারের পরীক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে আহত এবং বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য। ২০২২ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত অনেক শিক্ষার্থীও এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে। যারা শারীরিকভাবে অক্ষম তাদের জন্য জেলা প্রশাসকদের নির্দেশনায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রফেসর ড. খোন্দকার বলেন, “শারীরিকভাবে অক্ষম শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আগে থেকেই নেওয়া হয়েছে এবং জেলা প্রশাসকরা নিজ নিজ এলাকায় এই ব্যবস্থা নিশ্চিত করবেন।”

এসএসসি পরীক্ষার সুষ্ঠু সম্পাদনার জন্য শিক্ষা বোর্ড শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক এবং প্রশাসনের সহযোগিতা কামনা করেছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

তিন বাহিনী প্রধানের সঙ্গে ড. ইউনূসের বৈঠক, যা জানা গেল

তিন বাহিনী প্রধানের সঙ্গে ড. ইউনূসের বৈঠক, যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে প্রধান উপদেষ্টা... বিস্তারিত