ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
হামলার তথ্য ফাঁস
জেরার মুখে তুলসী গ্যাবার্ডসহ ৩ মার্কিন কর্মকর্তা

ডুয়া ডেস্ক : ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার গোপন তথ্য ভুলবশত এক সাংবাদিকের কাছে ফাঁস হওয়ার ঘটনায় এবার বড় ধাক্কা খেলেন মার্কিন তিন শীর্ষ কর্মকর্তা। সিনেটে রুদ্ধদ্বার শুনানিতে সিনেটরদের কঠোর প্রশ্নের মুখে পড়েন তুলসী গ্যাবার্ড, জন র্যাটক্লিফ এবং ক্যাশ প্যাটেল।
এই ঘটনা ঘিরে উত্তাল হয়ে উঠেছে মার্কিন রাজনীতি। বার্তা আদান-প্রদানের অ্যাপ সিগন্যাল-এ সামরিক পরিকল্পনা নিয়ে এক গোপন গ্রুপ চ্যাটে ভুল করে এক সাংবাদিককে যুক্ত করার বিষয়টি সামনে আসার পরই শুরু হয় বিতর্ক।
স্থানীয় সময় মঙ্গলবার (২৫ মার্চ) কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে এ নিয়ে জবাবদিহিতার জন্য রুদ্ধদ্বার শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় জেরার মুখোমুখি হতে হয় তিন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাকে।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-সিআইএ’র পরিচালক জন র্যাটক্লিফ ও কেন্দ্রীয় তদন্ত সংস্থা-এফবিআইয়ের পরিচালক ক্যাশ প্যাটেল।
শুনানির সময় রিপাবলিকান পার্টির আইনপ্রণেতারা সিগন্যাল গ্রুপের ঘটনাটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তুলসী গ্যাবার্ড ও জন র্যাটক্লিফ উভয়ে ওই চ্যাটে গোপনীয় তথ্য থাকার বিষয়টি অস্বীকার করেন। পাশাপাশি সিগন্যাল গ্রুপের মাধ্যমে যোগাযোগ করার অনুমোদন রয়েছে বলেও জোর দিয়ে বলেন সিআইএ’র পরিচালক।
কিন্তু যখন স্পর্শকাতর সামরিক অভিযান সংক্রান্ত তথ্য ইরান-সমর্থিত মিলিশিয়াদের ওপর আসন্ন হামলার বিষয়ে ছিল কি না প্রশ্ন করা হয়, তখন বিষয়টিকে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ওপর ছেড়ে দেন তুলসী ও র্যাটক্লিফ।
এসময় পিট হেগসেথের সিদ্ধান্তের ওপর নির্ভর করবেন বলে জানান তারা। এর আগে পিট হেগসেথ দাবি করে বলেন, ওই বার্তা আদান প্রদানে যুদ্ধ পরিকল্পনার বিষয়ে কিছুই ছিল না।
তথ্য ফাঁসের দায় স্বীকার করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। এ বিষয়ে ইলন মাস্ককে তদন্তের দায়িত্ব দিয়েছেন তিনি।
যদিও বিষয়টিকে হালকাভাবেই দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসের এক সংবাদ সম্মলনে তিনি দাবি করেন, ওই গ্রুপ চ্যাটে গোপনীয় কিছু ছিল না। তবে ভবিষ্যতে জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা সম্ভবত এটি আর ব্যবহার করবেন না বলেও জানান ট্রাম্প।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস