ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২
চুয়েট শিক্ষার্থীদের জন্য নরওয়েতে উচ্চশিক্ষার সুযোগ
ডুয়া ডেস্ক : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীদের জন্য আবারও নরওয়ের এগডার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার নতুন সুযোগ উন্মোচিত হয়েছে। চুয়েট ও এগডার বিশ্ববিদ্যালয়ের যৌথভাবে পরিচালিত কেয়ার প্রকল্পের আওতায় এই বিশেষ শিক্ষাবৃত্তি দেওয়া হবে।
আগ্রহী শিক্ষার্থীরা বৃহস্পতিবারের (২৭ মার্চ) মধ্যে এই বৃত্তির জন্য আবেদন জমা দিতে পারবেন।
এই বৃত্তির অধীনে, চুয়েটের যন্ত্রকৌশল এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের মেধাবী স্নাতকরা দুই বছর মেয়াদি ‘মাস্টার্স ইন রিনিউয়েবল এনার্জি’ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পাবেন। একইসঙ্গে, যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ এবং ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজির মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীরা পাঁচ মাসের গবেষণা বা কোর্স ওয়ার্কের জন্য আবেদন করতে পারবেন।
শিক্ষার্থীরা নরওয়ের সম্পূর্ণ ব্যয়ে পড়াশোনা করার পাশাপাশি মাসিক ১৩,৭৯০ নরওয়েজিয়ান ক্রোনার ভাতা পাবেন, যা তাদের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়ক হবে।
কেয়ার প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম বলেন, এই প্রকল্পের আওতায় এবার পঞ্চমবারের মতো ৮ জন শিক্ষার্থী নির্বাচিত হবেন। এর আগে, প্রকল্প থেকে গ্রাজুয়েট হওয়া শিক্ষার্থীদের অনেকেই সফল ক্যারিয়ার গড়েছেন। কেউ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে যোগ দিয়েছেন, কেউ নরওয়ে ও ইতালির স্বনামধন্য কোম্পানিতে কর্মরত আছেন।
তিনি বলেন, নরওয়ের দুজন শিক্ষার্থী এরই মধ্যে চুয়েট পরিদর্শন করেছেন এবং শিগগিরই আরও দুজন শিক্ষক চুয়েটে পাঠদানের উদ্দেশ্যে আসবেন। প্রকল্পের আওতায় মাস্টার্স ডিগ্রি সম্পন্নকারীরা বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ভর্তির ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাচ্ছেন।
ড. সায়েম আগ্রহী শিক্ষার্থীদের ২৭ মার্চের মধ্যে আবেদন সম্পন্ন করার আহ্বান জানান।
২৭ মার্চের মধ্যে উক্ত প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম, যন্ত্রকৌশল বিভাগ, ই-মেইল [email protected] এবং অধ্যাপক ড. সৌমেন রুদ্র , ই-মেইল [email protected] বরাবর প্রেরণের জন্য বলা হয়। আবেদন পত্রে এর বিষয় থিসিস/কোর্স ওয়ার্ক-নাম-বিভাগ/প্রতিষ্ঠান এই ফরম্যাটে একটি সিঙ্গেল পিডিএফ ফাইলে জমা দিতে বলা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে