ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২
ক্রমবর্ধমান মোবাইল ব্যাংকিং: প্রতিদিন গড়ে ৫৫৩৭ কোটি টাকার লেনদেন
ডুয়া ডেস্ক : মোবাইল ব্যাংকিংয়ের পরিধি ক্রমাগতভাবে বাড়ছে। প্রতিদিন গড়ে লেনদেন হচ্ছে পাঁচ হাজার ৫৩৭ কোটি টাকা। অথচ এক দশক আগেও নগদবিহীন লেনদেন এতটা সহজভাবে কল্পনা করা যেত না।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারিতে মোবাইল ব্যাংকিং খাতে লেনদেনের পরিমাণ ছিল এক লাখ ৭১ হাজার ৬৬৪ কোটি টাকা, যা এক মাসের মধ্যে সর্বোচ্চ রেকর্ড। আগের বছরের একই সময়ে লেনদেন হয়েছিল এক লাখ ২৯ হাজার ৫০০ কোটি টাকা। অর্থাৎ, এক বছরের ব্যবধানে ৩২ দশমিক ৫৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
কেন বাড়ছে মোবাইল ব্যাংকিং?
খাত সংশ্লিষ্টরা বলছেন, এক প্ল্যাটফর্মে একাধিক সেবা, নিরাপত্তা, সময় সাশ্রয়ী সুবিধা ও মানুষের অভ্যাসগত পরিবর্তনের কারণে মোবাইল ব্যাংকিং দ্রুত জনপ্রিয় হচ্ছে। বিশেষ করে প্রান্তিক পর্যায়ে এবং তাৎক্ষণিক লেনদেনের জন্য এটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে।
গত বছরের জুলাই মাসে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন হয়েছিল এক লাখ ২২ হাজার ৯২২ কোটি টাকা। এরপর থেকে ধারাবাহিকভাবে লেনদেনের পরিমাণ বেড়েই চলেছে।
মোবাইল ব্যাংকিংয়ের বর্তমান অবস্থা
বর্তমানে দেশে বিকাশ, রকেট, নগদসহ ১৩টি মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান রয়েছে। নিবন্ধিত গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ কোটি ৯৩ লাখ ২ হাজার ৯৯১ জন, যা এক মাস আগের তুলনায় ৭ লাখ বেশি।
জানুয়ারি মাসে:
অর্থ জমা: ৪৮ হাজার ৯৮৮ কোটি টাকা, উত্তোলন: ৫৫ হাজার ৫০৭ কোটি টাকা, ইউটিলিটি বিল পরিশোধ: ২ হাজার ৩৫৯ কোটি টাকা, বেতন-ভাতা প্রদান: ৫ হাজার ২৩৬ কোটি টাকা, মার্চেন্ট পেমেন্ট (কেনাকাটা): ৮ হাজার ৭০৭ কোটি টাকা এবং রেমিট্যান্স এসেছে: ১ হাজার ২৩৯ কোটি টাকা।
মোবাইল ব্যাংকিংয়ের যাত্রা
২০১০ সালে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনে মোবাইল ব্যাংকিং কার্যক্রম চালু হয়। ২০১১ সালের ৩১ মার্চ ডাচ্-বাংলা ব্যাংক প্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করে। এরপর বিকাশ, রকেট, ইউক্যাশ, মাই ক্যাশ, শিওর ক্যাশসহ বিভিন্ন প্রতিষ্ঠান এই খাতে যুক্ত হয়। বর্তমানে গাড়িচালক, নিরাপত্তাকর্মী ও গৃহপরিচারিকাদের বেতনও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেওয়া হচ্ছে, যা এই খাতের ব্যাপক বিস্তারের প্রমাণ।
বিশেষজ্ঞদের মতে, নগদবিহীন অর্থনীতির দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতে এই খাত আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি