ঢাকা, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নাসায় ইন্টার্নশিপ

ডুয়া ডেস্ক : মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে। এই ইন্টার্নশিপের নাম STEM (Science, Technology, Engineering, and Mathematics) ইন্টার্নশিপ। বাংলাদেশি শিক্ষার্থীরাও এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন।
নাসা বছরে তিনটি সেশনে (স্প্রিং, সামার এবং ফল) দুই হাজারের বেশি শিক্ষার্থীকে এই ইন্টার্নশিপের সুযোগ দিয়ে থাকে। এটি পূর্ণকালীন বা খণ্ডকালীন হতে পারে। নাসার বিভিন্ন কেন্দ্র বা প্রতিষ্ঠানেও করা যেতে পারে।
নাসায় কাজ করতে হলে বেশ কিছু যোগ্যতা প্রয়োজন। কারণ সংস্থাটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পরিচালনা, স্যাটেলাইট উৎক্ষেপণ, মহাকাশ থেকে আবহাওয়া পর্যবেক্ষণ, সৌরজগতের বিভিন্ন গ্রহ নিয়ে গবেষণা এবং চাঁদ ও মঙ্গলে বসবাসের সম্ভাবনা বিশ্লেষণের মতো গুরুত্বপূর্ণ প্রকল্প পরিচালনা করে। বিশ্বের গ্রহ, সৌরজগৎ এবং এর বাইরের জগৎকে আরও ভালো করে বোঝার জন্য ক্রমাগত মিশন চালায় সংস্থাটি।
নাসার আন্তর্জাতিক ইন্টার্নশিপ শিক্ষার্থীদের বহু-সাংস্কৃতিক বৈশ্বিক পরিবেশে কাজ করার দক্ষতা উন্নত করতে সহায়তা করে। ইন্টার্নরা বিজ্ঞানী, প্রকৌশলী এবং অন্যান্য পেশাজীবী হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।
এ কর্মসূচিতে হাইস্কুল ও কলেজ শিক্ষার্থীরা অংশ নিতে পারেন। ইন্টার্নশিপটি গবেষক, বিজ্ঞানী এবং প্রকৌশলীদের সঙ্গে কাজের সুযোগ প্রদান করে, যা শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক জ্ঞান ও দক্ষতা বাড়াতে সহায়তা করে।
আবেদনের শেষ তারিখ:
নাসার STEM ইন্টার্নশিপে আগ্রহী প্রার্থীরা—
সামার সেশনের জন্য: ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
ফল সেশনের জন্য: ১৬ মে পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।
নাসার ইন্টার্নশিপে আবেদন করতে ও আবেদন পদ্ধতি সম্পর্কে জানতেএখানে লিংকে ক্লিক করুন। বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতেএই লিংকে ক্লিক করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর
- মিরাকেলের বিরুদ্ধে মূল্য সংবেদনশীল তথ্য গোপন করার অভিযোগ
- বড় পতনের মধ্যেও শেয়ারবাজারে বিনিয়োগের নতুন ঢেউ