ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২
দুই বছরে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে ৬৭ লাখ, সতর্ক করলো ডিআরসি

ডুয়া ডেস্ক: বিশ্বব্যাপী যুদ্ধ ও বেসামরিক নাগরিকদের ওপর হামলার ফলে আগামী দুই বছরে ৬৭ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হতে পারে বলে সতর্ক করা হয়েছে। ডেনিশ রিফিউজি কাউন্সিল (ডিআরসি) শুক্রবার (১৪ মার্চ) এক প্রতিবেদনে এই আশঙ্কার কথা জানিয়েছে।
প্রতিবেদনের তথ্যমতে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানির আন্তর্জাতিক সাহায্য প্রত্যাহারের ‘বিধ্বংসী’ সিদ্ধান্তের কারণে লাখ লাখ মানুষ প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে।
ডিআরসির মহাসচিব শার্লট স্লেন্তে এক বিবৃতিতে বলেন, “আমরা এখন যুদ্ধ ও দায়মুক্তির যুগে বাস করছি এবং এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বেসামরিক নাগরিকরা।”
ডিআরসি জানায়, বর্তমানে বিশ্বব্যাপী জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১২২.৬ মিলিয়ন। ২০২৬ সালের মধ্যে এই সংখ্যা আরও ২৫ লাখ বাড়তে পারে। সুদান এবং মিয়ানমারের গৃহযুদ্ধ এ পরিস্থিতির জন্য বিশেষভাবে দায়ী, যেখানে অর্ধেকেরও বেশি জোরপূর্বক বাস্তুচ্যুতির ঘটনা ঘটেছে।
এছাড়া মিয়ানমারে বহুমুখী গৃহযুদ্ধের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। এর ফলে ৩৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং প্রায় ২০ মিলিয়ন মানুষের মানবিক সহায়তার প্রয়োজন। পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালের মধ্যে মিয়ানমারে আরও ১৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হতে পারে।
এছাড়া আফগানিস্তান, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, সিরিয়া, ইয়েমেন ও ভেনিজুয়েলায়ও সশস্ত্র সংঘাত, জলবায়ু পরিবর্তন এবং আর্থ-সামাজিক অস্থিতিশীলতার কারণে বাস্তুচ্যুতির সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
ডিআরসি জানিয়েছে, ২০২৬ সালের শেষ নাগাদ ৬৭ লাখ লোকের বাস্তুচ্যুত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় ৭০ শতাংশই অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- নতুন সিনেট সদস্য হলেন ঢাবির ৫ অধ্যাপক
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- সর্বোচ্চ উচ্চতায় ১৭ কোম্পানির শেয়ার
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১২ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৯ কোম্পানি
- ‘মুজিব’স ব্লান্ডার্স’: নেপথ্যের ষড়যন্ত্র উন্মোচন
- ৩ আগস্টের আগাম বার্তায় উত্তাপ ছড়াচ্ছে এনসিপি
- ‘৪ আগস্ট রাতেই হাসিনা পতনের পরিকল্পনায় শিবির নেতা সিবগাতুল্লাহ’