ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২
এবার শাহবাগ ব্লকেডের ডাক দিলো ৩০ কলেজের শিক্ষার্থীরা

ডুয়া ডেস্ক: দেশব্যাপী ধর্ষণের ঘটনাগুলোর উদ্বেগজনক বৃদ্ধি এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে শাহবাগে এবার ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষার্থীরা। আগামীকাল ১১ মার্চ (মঙ্গলবার) এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে রাজধানীর ৩০টি কলেজের শিক্ষার্থীরা অংশ নেবেন এবং তারা সড়কে ইফতারও করবেন।
শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা ‘কন্ঠে আবার লাগা জোর, ধর্ষকদের কবর খোড়’ স্লোগানে ব্লকেড কর্মসূচি পালন করবেন। তাদের মূল দাবি হলো- দেশে ধর্ষণ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। কর্মসূচি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে।
এখন পর্যন্ত তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণা শুরু করেছেন এবং বিভিন্ন পোস্টারও ছাপানো হয়েছে। তাদের দাবি হলো দেশের সব ধর্ষকদের শাস্তির আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা।
শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে:
১. ধর্ষকের শাস্তি জনসম্মুখে প্রকাশ্যে নিশ্চিত করা।
২. ধর্ষকদের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি গ্রহণ করা।
৩. ধর্ষণের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা এবং ৭২ ঘণ্টার মধ্যে দোষীকে প্রকাশ্যে ফাঁসি নিশ্চিত করা।
৪. ধর্ষণের বিচার কখনো সালিশি বিচারেও হতে পারবে না, শুধুমাত্র রাষ্ট্রই এর বিচার নিশ্চিত করবে।
৫. চলমান সব ধর্ষণ মামলার বিচার আলাদা ট্রাইব্যুনাল গঠন করে ৩০ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করা হবে।
এসব দাবির সমর্থনে শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসসহ আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর সনদ পাঠানোর পরিকল্পনা করেছেন। দাবিগুলি মেনে না নেয়া হলে তারা ব্লকেড চালিয়ে যাবে এবং সারা দেশে গণআন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছে।
যে ৩০ কলেজের শিক্ষার্থীরা থাকছে কর্মসূচিতে:
১. ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ।
২. বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ।
৩. বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ।
৪. ঢাকা সিটি কলেজ।
৫. ধানমন্ডি আইডিয়াল কলেজ।
৭. ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ।
৮. নটরডেম কলেজ।
৯. ঢাকা কলেজ।
১০. সরকারি বিজ্ঞান কলেজ।
১১. সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ
১২. লালবাগ মডেল কলেজ।
১৩. উইলস্ লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ
১৪. জলসিটি ক্যান্টনমেন্ট কলেজ।
১৫. আজিমপুর গর্ভনমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ।
১৬. ঢাকা ইম্পেরিয়াল কলেজ।
১৭. শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ।
১৮. ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ।
১৯. সবুজবাগ সরকারি কলেজ।
২০. মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ।
২১. হামদর্দ কলেজ।
২২. মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
২৩. নৌবাহিনী কলেজ।
২৪. সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ।
২৫. বিএফ শাহীন ঢাকা।
২৬. বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ।
২৭. উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।
২৮. আদমজী ক্যান্টমেন্ট কলেজ।
২৯. গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল।
৩০. হামদর্দ কলেজ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- বিসিএসে স্বতন্ত্র বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ