ঢাকা, রবিবার, ৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

মাঝ আকাশে ইলন মাস্কের মহাকাশযানে বিস্ফোরণ

২০২৫ মার্চ ০৭ ১৭:২৮:২৭
মাঝ আকাশে ইলন মাস্কের মহাকাশযানে বিস্ফোরণ

ডুয়া ডেস্ক: ইলন মাস্কের মালিকানাধীন মার্কিন মহাকাশযান কোম্পানি স্পেসএক্সের তৈরি একটি রকেট বৃহস্পতিবার টেক্সাস থেকে উৎক্ষেপণের কিছুক্ষণ পর বিস্ফোরিত হয়েছে। সিএনএন জানায়, উৎক্ষেপণের পর দ্রুতই মহাকাশযানটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং এটি নিয়ন্ত্রণ হারায়।

ফ্লোরিডার কিছু বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। কারণ বিস্ফোরিত মহাকাশযানটির ধ্বংসাবশেষ বিভিন্ন এলাকায় ছিটকে পড়তে পারে। জনগণকে এ বিষয়ে সতর্ক করা হয়।

স্পেসএক্সের স্টারশিপ হলো বিশ্বের সবচেয়ে বড় রকেট এবং বৃহস্পতিবারের এই উৎক্ষেপণটি ছিল এর পরীক্ষামূলক অভিযান। এর আগেও স্পেসএক্স এই রকেট নিয়ে বেশ কয়েকটি পরীক্ষা চালিয়েছে কিন্তু এটি ছিল তাদের অষ্টম পরীক্ষামূলক অভিযান এবং দ্বিতীয়বারের মতো পরীক্ষা ব্যর্থ হলো।

এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্যারিবীয় সাগরে কিছু দ্বীপ রাষ্ট্রের বাসিন্দাদের তোলা ছবিতে দেখা গেছে, জ্বলন্ত ধ্বংসাবশেষ আকাশে ছড়িয়ে পড়ছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে