ঢাকা, রবিবার, ৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

গাজাবাসীকে ফের উপত্যকা ছাড়ার পরামর্শ ট্রাম্পের

২০২৫ মার্চ ০৬ ১৬:২০:১৫
গাজাবাসীকে ফের উপত্যকা ছাড়ার পরামর্শ ট্রাম্পের

ডুয়া ডেস্ক : আবারও ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে, একে শেষ সতর্কবার্তা হিসেবে অভিহিত করেন তিনি।

পোস্টে ট্রাম্প লেখেন, ‘যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে প্রয়োজনীয় সবকিছু দেওয়া হচ্ছে। হামাস যদি কথা অনুযায়ী কাজ না করে, তাহলে তাদের কোনও সদস্য নিরাপদ থাকবে না।’

পোস্টে হামাসকে গাজা ছেড়ে চলে যেতে বলেন ট্রাম্প। তাছাড়া, সুন্দর ভবিষ্যতের আশ্বাস দিয়ে গাজার বাসিন্দাদেরও উপত্যকা ছাড়ার পরামর্শ দেন মার্কিন প্রেসিডেন্ট।

গত বছরের ডিসেম্বরেও জিম্মি-মুক্তি ইস্যুতে হামাসকে সতর্ক করেছিলেন ট্রাম্প।

ইসরায়েল জানিয়েছে, গাজায় এখনও ৫৯ জন জিম্মি রয়েছেন, যাদের মধ্যে ২৪ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে