ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২
জানুয়ারি মাসের বেতন নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
ডুয়া ডেস্ক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন চলতি সপ্তাহে ছাড় করা হবে বলে জানা গেছে। আগামীকাল মঙ্গলবার অথবা বুধবার শিক্ষক-কর্মচারীরা জানুয়ারি মাসের বেতন পেতে পারেন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপপরিচালক (সাধারণ প্রশাসন) মো. শাহজাহান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “বেতন না হওয়ায় শিক্ষকরা কষ্টে আছেন—এই বিষয়টি আমরা অনুধাবন করছি। তবে ভালো কিছু পেতে হলে, কিছুটা কষ্ট সহ্য করতে হয়। শিক্ষক-কর্মচারীদের ভোগান্তি কমাতেই ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) বা EFT এর মাধ্যমে বেতন-ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। শুরুতে কিছু সমস্যা দেখা দিয়েছে, তবে এটি ঠিক হয়ে যাবে।”
শিক্ষক-কর্মচারীরা কবে নাগাদ জানুয়ারি মাসের বেতন পাবেন এমন প্রশ্নের জবাবে শাহজাহান আরও বলেন, "আশা করছি আগামী দুই-এক দিনের মধ্যে শিক্ষক-কর্মচারীরা ব্যাংক থেকে টাকা তুলে নিতে পারবেন। আমরা সে অনুযায়ী চেষ্টা চালিয়ে যাচ্ছি।"
জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটি মাধ্যমে বেতন-ভাতা পান। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে 'অ্যানালগ' পদ্ধতিতে ছাড় হয়। এর ফলে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা পেতে অনেক সময় দেরি হয়ে যায় এবং তাদের নানা ভোগান্তিতে পড়তে হয়।
বিভিন্ন ব্যাংকের মাধ্যমে বেতন ছাড়ের জন্য কয়েকটি অনুমোদন প্রক্রিয়া রয়েছে। যার কারণে অনেক সময় পরের মাসের ১০ তারিখের পরও আগের মাসের বেতন পাওয়া যায়।
এমনকি এক শিক্ষক জানিয়েছেন, তিনি একটি দূর্গম চরের স্কুলে চাকরি করেন এবং তার মাসিক খরচ দুই হাজার টাকার মতো হলেও বর্তমানে তার কাছে মাত্র ৪০০ টাকা রয়েছে। তিনি বলেন, “কিছু অভিভাবক সবজি দিয়ে সহায়তা করেছেন তবে জানি না এভাবে কতদিন চলতে পারব। নতুন চাকরির সন্ধান করছি, পেলেই সেই পেশায় চলে যাব।”
এ পরিস্থিতিতে গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষামন্ত্রণালয় বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ইএফটি মাধ্যমে দেওয়ার ঘোষণা দেয়। এর পর থেকে ২০৯ জন শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের বেতন ইএফটি মাধ্যমে ছাড় হয়। এরপর জানুয়ারি মাসে ১ লাখ ৮৯ হাজার শিক্ষক বেতন পেয়েছেন। দ্বিতীয় ধাপে ৬৭ হাজার, তৃতীয় ধাপে ৮৪ হাজার এবং চতুর্থ ধাপে ৮ হাজার ২০০ এর অধিক শিক্ষক-কর্মচারীকে ডিসেম্বর মাসের বেতন প্রদান করা হয়েছে। তবে তারা এখনও জানুয়ারি মাসের বেতন পাননি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি