ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২
ক্রিকেটে পাকিস্তান সমর্থন করায় ভারতে মুসলিম পরিবারকে গ্রেপ্তার
ডুয়া ডেস্ক : সাম্প্রতিক বছরগুলোতে ভারতে ব্যাপকহারে বেড়েছে মুসলিম বিদ্বেষ। বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে মুসলমানদের প্রতি বৈষম্য, আক্রমণ এমনকি হত্যাকাণ্ডের ঘটনাও ঘটছে অহরহ। এবার ক্রিকেট ম্যাচে পাকিস্তান দলকে সমর্থন করায় ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে মুসলিম এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সেইসঙ্গে তার স্ত্রী ও কিশোর সন্তানকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
এমনকি বুলডোজার দিয়ে তার দোকানও গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এবং বিজনেস স্ট্যান্ডার্ড।
ভারতের বিরুদ্ধে আরব আমিরাতে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ চলাকালীন তিনি পাকিস্তানকে সমর্থন করায় ও স্লোগান দেওয়ায় তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেয় বিজেপিশাসিত এই রাজ্যটির প্রশাসন।
সংবাদমাধ্যম বলছে, মহারাষ্ট্রের ভুক্তভোগী মুসলিম ব্যবসায়ীর নাম কিতাবউল্লাহ হামিদুল্লাহ খান। ৩৮ বছর বয়সী এই ব্যবসায়ী গত রবিবার ভারতের বিরুদ্ধে দুবাইয়ে অনুষ্ঠিত পাকিস্তান-ভারত ক্রিকেট ম্যাচ চলাকালীন পাকিস্তানকে সমর্থন করেছিলেন। সেই কারণেই বিজেপি শাসিত মহারাষ্ট্রের সিন্ধুদুর্গে প্রশাসনের ক্ষোভের শিকার হন তিনি।
রবিবারের ম্যাচ শেষে মহারাষ্ট্র রাজ্যের মালভান পৌরসভার বাসিন্দা কিতাবউল্লাহ হামিদুল্লাহ খান এবং তার পরিবারের সদস্যদের মঙ্গলবার গ্রেপ্তার করে পুলিশ। এর পরেই তার দোকানটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সিন্ধুদুর্গের বিজেপি বিধায়ক নীলেশ রানের অভিযোগের ভিত্তিতে মালভান পৌরসভা ও পুলিশ এই পদক্ষেপ গ্রহণ করেছে। নীলেশ মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী নারায়ণ রানের পুত্র। তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় কিতাবউল্লাহর দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ছবি ও ভিডিও পোস্ট করেছেন।
সংবাদমাধ্যম বলছে, ব্যবসায়ী কিতাবউল্লাহ গত রবিবার চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ চলাকালীন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা আউট হওয়ার পরেই “পাকিস্তান জিন্দাবাদ” বলে স্লোগান দেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে এলাকায় “উত্তেজনা” তৈরি হয়।
পরে বিষয়টি জানানো হয় মালভান থানায়। খবর দেওয়া হয় স্থানীয় বিধায়ক নীলেশকেও। আর তারপরই সক্রিয় হয় পুলিশ-প্রশাসন। অভিযোগের প্রেক্ষিতে পুরোনো জিনিসপত্র কেনাবেচার ব্যবসায়ী কিতাবউল্লাহ হামিদুল্লাহ খান ও তার স্ত্রী আয়েশা (৩৫) এবং ১৫ বছর বয়সী ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।
মুসলিম এই পরিবারের বিরুদ্ধে ধর্মভিত্তিক গোষ্ঠীর মধ্যে শত্রুতা ছড়ানোসহ বিভিন্ন অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
সম্প্রতি বুলডোজার দিয়ে বাড়িঘর ও ব্যবসায়িক প্রতিষ্ঠান গুড়িয়ে দেওয়ার ঘটনা বেড়েছে প্রতিবেশি দেশ ভারতে। অবশ্য গত বছরের নভেম্বরে ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, কোনও ব্যক্তি অপরাধী হলেও তার সম্পত্তি বুলডোজার দিয়ে ভাঙতে পারে না পুলিশ-প্রশাসন। এক্ষেত্রে আদালতের সেই নির্দেশ অমান্যের অভিযোগও উঠেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ