ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২
দক্ষিণ কোরিয়া
সেতুর কাঠামো ধসে নিহত ৪
ডুয়া ডেস্ক : দ্বীপরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের দক্ষিণাঞ্চলের একটি এলাকায় নির্মাণাধীন মহাসড়ক সেতুর কাঠামো ধসে অন্তত চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ছয়জন।
আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টা ৪৯ মিনিটের দিকে সিউল থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরের আনসিয়াংয়ে এই দুর্ঘটনা ঘটেছে।
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইয়োহাপ বলেছে, মহাসড়কে সেতুকে ধরে রাখা পাঁচটি ৫০ মিটারের (১৬৪ ফুট) কাঠামো একের পর এক ধসে পড়ে। সেখানে একটি ক্রেন দিয়ে কাঠামোগুলো নির্দিষ্ট স্থানে রাখার পরপরই সেগুলো ভেঙে পড়ে।
আনসিয়াংয়ের অগ্নিনির্বাপণ কর্মকর্তা কো কিয়াং-ম্যান বলেন, “এই দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে দু’জন চীনা নাগরিক। এছাড়া কাঠামো ভেঙে পড়ার ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যেও একজন চীনা নাগরিক রয়েছেন।”
তিনি আরও বলেন, “হতাহতরা সেতুতে একটি পাটাতন বসানোর কাজ করছিলেন। তাদের সবাই ওই পাটাতনের ওপরে ছিলেন। পাটাতনটি ভেঙে পড়ার সময় তারা দুই দিক থেকেই পড়ে যান।”
দক্ষিণ কোরিয়ার সম্প্রচার মাধ্যম ওয়াইটিএন দুর্ঘটনার নাটকীয় ফুটেজ সম্প্রচার করেছে, যেখানে একটি সেতুর উঁচু পাটাতন ভেঙে পড়তে দেখা যায়। উদ্ধারকর্মীরা নির্মাণস্থলে সেতুর স্তম্ভগুলোর নিচে ভেঙে পড়া কংক্রিটের স্লাব ও ধাতুর কাঠামো পরীক্ষা করছেন।
দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই স্যাং-মোক দুর্ঘটনাস্থলে কোনো নিখোঁজ ব্যক্তি থাকলে তাকে উদ্ধার এবং আরও ক্ষয়ক্ষতি এড়াতে সুরক্ষামূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ফায়ার অ্যাজেন্সি জানিয়েছে, তারা অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমের জন্য তিনটি হেলিকপ্টার এবং প্রায় দেড়শো কর্মকর্তা মোতায়েন করেছে। পাশাপাশি, দেশটির পরিবহন মন্ত্রণালয় ঘটনাস্থলে কর্মকর্তাদের একটি দল পাঠিয়েছে।
সূত্র: রয়টার্স
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ