ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২
রমজানে বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে কোটি মানুষ
ডুয়া ডেস্ক : বিশ্ববাসী বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে। ১৪ বা ১৫ রমজান (১৩ বা ১৪ মার্চ) আকাশে দেখা যাবে পূর্ণ চন্দ্রগ্রহণ, যা ‘ব্লাড মুন’ যা রক্তিম চাঁদ নামে পরিচিত।
এটি হবে ২০২২ সালের পর প্রথম পূর্ণ চন্দ্রগ্রহণ। এ সময় চাঁদ পুরোপুরি পৃথিবীর ছায়ায় ঢেকে গিয়ে রক্তিম বর্ণ ধারণ করবে। খবর সামা নিউজের।
প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ও দক্ষিণ আমেরিকা বিশেষ করে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা ও চিলি থেকে আংশিক গ্রহণ দেখা যাবে। ইউরোপের যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন ও জার্মানির কিছু অংশে চন্দ্রগ্রহণের আংশিক পর্যায় দেখা যাবে। তবে গ্রহণ চলাকালীন সময়েই চাঁদ অস্ত যাবে।
আফ্রিকার মরক্কো, মিশর, আলজেরিয়া ও তিউনিসিয়ায় গ্রহণের প্রথম অংশ দেখা যাবে, তবে চাঁদ অস্ত যাওয়ার কারণে সম্পূর্ণ গ্রহণ দৃশ্যমান হবে না। অস্ট্রেলিয়া ও উত্তর-পূর্ব এশিয়ার দেশ জাপান, দক্ষিণ কোরিয়া ও পূর্ব চীনে চন্দ্রোদয়ের সময় গ্রহণের শেষ অংশ দেখা যাবে।
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ইরাকে পূর্ণগ্রাস দেখা যাবে না। এখানে শুধুমাত্র গ্রহণের প্রাথমিক পর্যায় কিছুটা দৃশ্যমান হতে পারে।
ইসলামে চন্দ্রগ্রাসের তাৎপর্য: রমজান মাস সারা বিশ্বের মুসলমানদের জন্য বিশেষ পবিত্র ও আত্মশুদ্ধির সময়। ইসলামী ঐতিহ্য অনুসারে, চন্দ্রগ্রহণ একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। এসময় 'সালাতুল খুসুফ' নামে বিশেষ নামাজ আদায়ের গুরুত্ব রয়েছে।
এই মহাজাগতিক দৃশ্য খালি চোখেই নিরাপদে উপভোগ করা যাবে, কোনো বিশেষ সরঞ্জামের প্রয়োজন নেই। বিশেষ করে আমেরিকার দর্শকদের জন্য ইউটিসি ৬টা ২৬ মিনিট থেকে ৭টা ৩১ মিনিটের মধ্যে চাঁদ লালচে রঙ ধারণ করবে।
যেসব অঞ্চলে গ্রহণ দৃশ্যমান হবে না, তারা অনলাইনে সরাসরি সম্প্রচার দেখে উপভোগ করতে পারবেন। চলতি বছর এবং আগামী বছর আরও দুটি পূর্ণ চন্দ্রগ্রাস দেখা যাবে।
পরবর্তী গ্রহণ হতে পারে চলতি বছরের সেপ্টেম্বরে এবং ২০২৬ সালের মার্চে। মহাকাশপ্রেমীদের জন্য এটি একটি বিরল সুযোগ, যা সহজে হাতছাড়া করা যাবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে