ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২
পাকিস্তান সফরে ২৪টি চুক্তিতে স্বাক্ষর করে দেশে ফিরলেন এরদোগান
ডুয়া ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান পাকিস্তান সফর শেষে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দেশে ফিরে গেছেন। সফরকালে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় তুরস্ক ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করার জন্য মোট ২৪টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যা এক বিবৃতিতে জানানো হয়েছে।
এরদোগানকে বিদায় জানানোর পর প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, ‘আমরা দ্বিপাক্ষিক বাণিজ্যকে ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নিয়েছি। এই সফরটি দুই দেশের মধ্যে শক্তিশালী কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চিহ্নিত থাকবে।’
কূটনৈতিক ফ্রন্টে, এরদোগান প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জন্য তার শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, ‘আমার শুভকামনা থাকবে নওয়াজ শরিফের জন্য।’
দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে তাদের পারস্পরিক স্বার্থের ওপর জোর দিয়ে আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতেও আলোচনা করেছেন। সেই সঙ্গে এরদোগান পাকিস্তান বিমান বাহিনী ঘাঁটি পরিদর্শন করেছেন এবং দেশটির যুদ্ধবিমানগুলির একটি চিত্তাকর্ষক মহড়া প্রদর্শন দেখেন।
দীর্ঘস্থায়ী সম্পর্কের প্রতিশ্রুতির প্রতীক হিসেবে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাসভবনে একটি বৃক্ষ রোপণ করেন। সেই সঙ্গে পাকিস্তান সফরে এরদোগান এবং শেহবাজ বাণিজ্য, মিডিয়া, প্রতিরক্ষা এবং স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে ২৪টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন। চুক্তির লক্ষ্য দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ এবং প্রযুক্তিগত বিনিময় বৃদ্ধি করা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- ইপিএস-ডিভিডেন্ড প্রকাশ করবে ১৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ৩০০ আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করলো ইসি
- নবম পে-স্কেল ২০২৫: ২০টি গ্রেডের পূর্ণাঙ্গ বেতন তালিকা প্রকাশ
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- রাতেই হতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল, যেভাবে দেখবেন
- দর সংশোধনের মাঝেও ফুরফুরে বিনিয়োগকারীরা