ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
এবার ভারতের কেন্দ্রীয় ব্যাংকে বোমা হামলার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক : বোমা মেরে ভারতের কেন্দ্রীয় ব্যাংক উড়িয়ে দেয়ার হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) অফিসিয়াল ওয়েবসাইটে পাঠানো এক ই-মেইলে এ হুমকি দেওয়া হয়।
এ নিয়ে এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার এই হুমকি দেওয়া হলো। এর আগে গত ১৬ নভেম্বরে আরবিআই কাস্টমার কেয়ার ডিপার্টমেন্টে বোমা হামলা হুমকি দেওয়া হয়।
শুক্রবার (১৩ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রুশ ভাষায় লেখা ই-মেলটি আরবিআই’র অফিসিয়াল ওয়েবসাইটে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে এরই মধ্যে অভিযোগ জানিয়েছে আরবিআই কর্তৃপক্ষ।
অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা রুজু করেছে মুম্বাই পুলিশ। স্থানীয় মাতা রমাবাই মার্গ (এমআরএ মার্গ) থানায় এই অভিযোগ দায়ের করা হয়েছে। মুম্বাই পুলিশ এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।
এদিকে, ভারতের দিল্লির কয়েকটি স্কুলে ফের বোমা হামলার হুমকির খবর পাওয়া গেছে। ই-মেইলের মাধ্যমে এসব হুমকি দেওয়া হয়েছে। এ নিয়ে এক সপ্তাহে দুই দফায় দিল্লির স্কুলে বোমা হামলার হুমকির ঘটনা ঘটলো। এর আগে গত ৯ ডিসেম্বরে দিল্লির ৪০টির বেশি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার দিল্লির অন্তত ৬টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এর মধ্যে দিল্লি পাবলিক স্কুল, সালওয়ান স্কুল, মডার্ন স্কুল ও ক্যামব্রিজ স্কুল অন্যতম।
বোমা হামলার হুমকির পর স্কুলগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তা বিবেচনায় শিক্ষার্থীদের আজ স্কুলে না পাঠাতে অভিভাবকদের জানায় স্কুল কর্তৃপক্ষ। সূত্র: এনডিটিভি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার