ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

২ শিক্ষকেই চলছে বিদ্যালয়ের কার্যক্রম

২০২৫ ফেব্রুয়ারি ০৯ ১৫:১১:৫৫
২ শিক্ষকেই চলছে বিদ্যালয়ের কার্যক্রম

ডুয়া ডেস্ক : শিক্ষক সংকট চরম আকার ধারণ করেছে ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের চুন্দারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের ৬ শিক্ষকের মধ্যে দুইজনের বদলি, একজন প্রশিক্ষণে, একজনের মৃত্যু এবং অন্য একজন চাকরি ছেড়ে দিয়েছেন। বর্তমানে একমাত্র শিক্ষিকা রহিমা বেগম রেনু বিদ্যালয়টি পরিচালনা করছেন।

অন্য বিদ্যালয় থেকে শিক্ষিকা তাহামিনা সুলতানা মিলিকে ডেপুটেশনে এনে বিদ্যালয়ে পাঠদান চালানো হচ্ছে বলে জানা গেছে।

জানা যায়, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে বর্তমানে ১০০ শিক্ষার্থী রয়েছে। নিয়মিত দুটি শিফটে ৬ শ্রেণিতে ৯০ থেকে ১০০ শিক্ষার্থী উপস্থিত থাকে। তবে শিক্ষক সংকটে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করা অনেকটা কঠিন হয়ে পড়েছে।

শিক্ষিকা রহিমা জানান, বিদ্যালয়ে ৭ জন শিক্ষক থাকার কথা ছিল, কিন্তু বর্তমানে ৬ জন দিয়েই পাঠদান চলছে। প্রধান শিক্ষক মিজানুর রহমানের মৃত্যু এবং সহকারী শিক্ষক রওশন আরা ও আনোয়ারা হোসেনের বদলি হওয়ার পর থেকে মাত্র ৫ জন দিয়ে পাঠদান চলছিল। এছাড়া, শিক্ষক বিবি খোদেজা চাকরি ছেড়ে চলে গেছেন এবং জান্নাতুল ফেরদৌস পিটিআইতে প্রশিক্ষণে আছেন।

তিনি আরও জানান, শিক্ষক সংকটের কারণে সকালে প্রাক-প্রাথমিক, প্রথম এবং দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের একসঙ্গে ক্লাস শুরু করতে হচ্ছে। এখন ডেপুটেশনে আনা শিক্ষিকা তাহামিনা সুলতানা মিলি দুটি শ্রেণির পাঠদান করেন। এতে করে কার্যক্রম কিছুটা স্বাভাবিক রাখা যাচ্ছে।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুর রহমান গণমাধ্যমকে বলেন, "বর্তমানে বিদ্যালয়ে একজন শিক্ষক রয়েছে, তবে অন্যান্য শিক্ষককে ডেপুটেশনে আনা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর



রে