ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২

ইরানে হামলা হলে ইসরায়েলের ভেতরে পাল্টা আঘাত হবে: তেহরান

২০২৬ জানুয়ারি ৩১ ২০:৩৫:১২

ইরানে হামলা হলে ইসরায়েলের ভেতরে পাল্টা আঘাত হবে: তেহরান

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। ইরানের ওপর কোনো সামরিক আঘাত এলে তার জবাব শুধু সীমান্তে নয়, বরং দখলদার ইসরায়েলের ভেতরে গিয়েই দেওয়া হবে—এমন কঠোর বার্তা দিয়েছে তেহরান।

শনিবার (৩১ জানুয়ারি) এক অনুষ্ঠানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী শামখানি বলেন, শত্রুপক্ষ যদি কোনো ধরনের আগ্রাসী পদক্ষেপ নেয়, তাহলে ইরান আনুপাতিক, কার্যকর ও প্রতিরোধমূলক জবাব দিতে দ্বিধা করবে না। রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনার বরাতে এ তথ্য জানানো হয়।

শামখানি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে কী ধরনের সামরিক পরিকল্পনা করছে, তা আগেই জানা রয়েছে তেহরানের। তিনি বলেন, সেই অনুযায়ী প্রতিক্রিয়া কী হবে—সে বিষয়েও ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ আছে। প্রয়োজন হলে এমন সময়ে পদক্ষেপ নেওয়া হবে, যা শত্রুপক্ষের পরিকল্পনাকে শুরুতেই ভেস্তে দেবে।

এর আগে ইরানের সেনাপ্রধান জেনারেল আমির হাতামি সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইরানের বিরুদ্ধে ভুল সিদ্ধান্ত নিলে তার পরিণতি হবে ভয়াবহ। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বাড়তি সামরিক উপস্থিতির প্রেক্ষাপটে ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

আমির হাতামি বলেন, শত্রুপক্ষ যদি ভুল করে বসে, তাহলে তা শুধু নিজেদের নিরাপত্তাই নয়, গোটা অঞ্চলের নিরাপত্তা এবং ইহুদিবাদী শাসকগোষ্ঠীর অস্তিত্বকেও ঝুঁকির মুখে ফেলবে। তার ভাষায়, ইরানের সামরিক বাহিনী বর্তমানে সম্পূর্ণ প্রতিরক্ষামূলক ও যুদ্ধ-প্রস্তুত অবস্থায় রয়েছে।

উল্লেখ্য, ইরানে টানা দুই সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ দমনে কঠোর অভিযানের পর সামরিক হস্তক্ষেপের হুমকি দেয় যুক্তরাষ্ট্র। এরই ধারাবাহিকতায় বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের নেতৃত্বে মধ্যপ্রাচ্যে একটি শক্তিশালী নৌবহর মোতায়েন করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের এই রণসজ্জাকে কেন্দ্র করে তেহরানের সঙ্গে সরাসরি সংঘাতের আশঙ্কা আরও বেড়েছে। এর আগে ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, কোনো হামলা হলে তারা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, যুদ্ধজাহাজ এবং মিত্র দেশগুলোর ওপর—বিশেষ করে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পিছপা হবে না।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন