ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২
পাকিস্তানে স-ন্ত্রা-সী হা'মলায় নি-হ-ত ৫৮
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একযোগে বড় ধরনের সহিংস হামলার চেষ্টা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী। তবে নিরাপত্তা বাহিনীর দ্রুত ও সমন্বিত প্রতিরোধে এসব হামলা ব্যর্থ হয়েছে। দিনভর চলা সংঘর্ষে বিপুল প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির সরকারি সূত্র।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার বেলুচিস্তানের অন্তত ১২টি এলাকায় একসঙ্গে হামলা চালানোর চেষ্টা করে সন্ত্রাসীরা। এসব ঘটনায় এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর ১০ সদস্যসহ ৫৮ জন সন্ত্রাসী নিহত হয়েছেন।
নিরাপত্তা সূত্র জানায়, ‘ফিতনা আল হিন্দুস্তান’ নামে পরিচিত বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্যরা বিভিন্ন এলাকায় আক্রমণের চেষ্টা করলে সেনা, পুলিশ ও ফ্রন্টিয়ার কোরের যৌথ অভিযানে সংঘর্ষ শুরু হয়। সময়োচিত পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
রাষ্ট্রীয় বেতার রেডিও পাকিস্তান জানিয়েছে, প্রদেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযান এখনও অব্যাহত রয়েছে। চলমান অভিযানে সন্ত্রাসীদের আরও হতাহতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, গত দুই দিনে পরিচালিত অভিযানে মোট ৭০ জন জঙ্গি নিহত হয়েছে। তার ভাষায়, সন্ত্রাসীদের মনোবল ভেঙে পড়ায় তারা মরিয়া হয়ে হামলার পথ বেছে নেয়। তবে বেলুচিস্তানের পুলিশ ও ফ্রন্টিয়ার কোর সম্মিলিতভাবে এই অপচেষ্টা প্রতিহত করেছে। শেষ জঙ্গি নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে তিনি জানান।
তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই অভিযানকে নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বড় ধরনের ক্ষতি ছাড়াই বিপুল সংখ্যক সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছে।
হামলার পর নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোয়েটা, সিব্বি ও চমন অঞ্চলে মোবাইল ডেটা সার্ভিস সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে বেলুচিস্তানের সব সরকারি হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নাসেরাবাদ এলাকায় রেললাইনের পাশে পুঁতে রাখা একটি শক্তিশালী অ্যান্টি-ট্যাংক মাইন ও আইইডি উদ্ধার করে সম্ভাব্য বড় দুর্ঘটনা প্রতিরোধ করা হয়েছে।
পাকিস্তান সরকার বেলুচিস্তানে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে ‘ফিতনা আল হিন্দুস্তান’ হিসেবে আখ্যা দেয় এবং দাবি করে, এসব গোষ্ঠীর পেছনে ভারতের মদদ রয়েছে। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নিরাপত্তা বাহিনীর পেশাদারত্বের প্রশংসা করে সন্ত্রাসবাদ নির্মূলে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন।
প্রেসিডেন্ট জারদারি বলেন, বেলুচিস্তানের শান্তি, সাধারণ মানুষের নিরাপত্তা ও জাতীয় ঐক্যের প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও সাফ জানিয়ে দেন, সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে বেলুচিস্তানে সন্ত্রাসী তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যুক্তরাষ্ট্র ২০২৫ সালে বালুচ লিবারেশন আর্মিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। পাক ইনস্টিটিউট ফর পিস স্টাডিজের তথ্যমতে, ২০২৫ সালে পাকিস্তানে জঙ্গি হামলার সংখ্যা আগের বছরের তুলনায় ৩৪ শতাংশ বেড়ে মোট ৬৯৯-এ দাঁড়িয়েছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে সাফকো স্পিনিং
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- ইপিএস প্রকাশ করেছে ইন্দো-বাংলা ফার্মা