ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২

‘জিয়া পরিবারের জনপ্রিয়তাই তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাবে’

২০২৬ জানুয়ারি ৩১ ১৭:৩২:২৬

‘জিয়া পরিবারের জনপ্রিয়তাই তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাবে’

নিজস্ব প্রতিবেদক: বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, জিয়া পরিবারের এক সদস্য ছিলেন দেশের প্রেসিডেন্ট, আরেকজন তিনবার প্রধানমন্ত্রী। ১২ ফেব্রুয়ারি যদি পরিবারের আরেকজন প্রধানমন্ত্রী হন, তা হবে বিশ্বের ইতিহাসে বিরল ও নতুন দৃষ্টান্ত। জিয়া পরিবারের জনপ্রিয়তা ও জনগণের সঙ্গে সম্পর্ক বোঝা যায় তাদের জনদরদী শাসন ব্যবস্থার মাধ্যমে।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে লক্ষ্মীপুর পৌরসভার ২ ও ১৪ নং ওয়ার্ডে গণসংযোগকালে পথসভায় তিনি এসব কথা বলেন।

এ্যানি চৌধুরী আরও বলেন, আজ প্রেসিডেন্ট জিয়া নেই, বেগম খালেদা জিয়া নেই। তারা অতীতে নির্যাতিত হলেও সম্মানিত ছিলেন। তারেক রহমান দীর্ঘদিন নির্বাসিত থাকার পর দেশে এসে লাখ লাখ মানুষের সামনে বক্তব্য দিয়েছেন। তিনি আল্লাহর সাহায্য ও মায়ের জন্য দোয়া প্রার্থনা করেছেন এবং হযরত মোহাম্মদ (সা.) এর ন্যায় দেশের সেবা ও মানুষের সেবার প্রতিজ্ঞা করেছেন। আজ তিনি বাবার ও মায়ের মতো গ্রাম-গ্রাম ঘুরে মানুষের সঙ্গে দেখা করছেন।

তিনি জানান, ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিলে তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন, ইনশাআল্লাহ। দীর্ঘ প্রতীক্ষার পর এই সুযোগ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়েই এসেছে। এই দিনে জনগণ ও জিয়া পরিবার অতীতের অত্যাচার ও নির্যাতনের স্মৃতি মনে রাখবেন।

এ্যানি চৌধুরী বলেন, ১৯৭১ সালে যারা দেশের বিরোধিতা করেছিল, তারা আজ প্রতিপক্ষ হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছে। প্রেসিডেন্ট জিয়া তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। কিন্তু স্বাধীনতার সময় তারা মুক্তিযোদ্ধাদের ওপর অত্যাচার, গণহত্যা, বুদ্ধিজীবী হত্যাসহ মা-বোনদের নির্যাতন চালিয়েছিল।

এ সময় জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, সদস্য নিজাম উদ্দিন ভুঁইয়া, আবুল হাশেম, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ও বিএনপি নেতা ইমতিয়াজ আনাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন