ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২

দেশের মানুষ রাজপরিবারের রাজনীতি চায় না: মামুনুল হক

২০২৬ জানুয়ারি ৩১ ১২:৫৮:২৮

দেশের মানুষ রাজপরিবারের রাজনীতি চায় না: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের শাসনক্ষমতায় কোনো মুনাফিক গোষ্ঠীর স্থান হবে না এমন কড়া বক্তব্য দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তিনি বলেন, দেশের মানুষ আর প্রতারণার রাজনীতিকে মেনে নেবে না।

শনিবার (৩১ জানুয়ারি) কুমিল্লার চৌদ্দগ্রামে আয়োজিত একটি নির্বাচনি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ১১ দলীয় নির্বাচনি ঐক্যের উদ্যোগে স্থানীয় এইচজে সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সমাবেশে মামুনুল হক বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষ দুটি প্রথাগত রাজনৈতিক রাজপরিবারের হাতে নিজেদের ভবিষ্যৎ জিম্মি রাখতে চায়নি। জনগণ এখন বিকল্প নেতৃত্ব খুঁজছে বলেও তিনি মন্তব্য করেন।

গণভোট প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল প্রকাশ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বললেও আড়ালে ‘না’ ভোটের প্রচারণা চালাচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, প্রকাশ্যে এক কথা আর গোপনে ভিন্ন কথা বলা হলে তাকে কী বলা যায় এ প্রশ্ন দেশের মানুষই বিচার করবে। এমন কোনো মুনাফিক গোষ্ঠী বাংলাদেশ শাসন করতে পারবে না বলেও তিনি মন্তব্য করেন।

বক্তব্যে তিনি আরও দাবি করেন, পরাজয়ের আশঙ্কায় কেউ কেউ নারীদের লক্ষ্য করে ঘৃণ্য আচরণে লিপ্ত হচ্ছে। নারী সমাজের প্রতি কোনো ধরনের অসম্মান বরদাশত করা হবে না এমন হুঁশিয়ারিও দেন খেলাফত মজলিসের আমির।

তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে যদি নারী সমাজের বিরুদ্ধে সহিংস আচরণ অব্যাহত থাকে, তবে এর পরিণতি ভয়াবহ হতে পারে এবং তখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে।

ভোটারদের উদ্দেশে শেষ বক্তব্যে মামুনুল হক বলেন, ভোটাধিকার প্রয়োগের পাশাপাশি ভোটকেন্দ্র পাহারার দায়িত্বও জনগণের। কেউ ভোট চুরির চেষ্টা করলে তা প্রতিহত করার আহ্বান জানান তিনি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত