ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২

‘৫৪ বছর ধরে দেশের উপর ষড়যন্ত্র চলছে’

২০২৬ জানুয়ারি ৩১ ১৫:৫৯:৪৮

‘৫৪ বছর ধরে দেশের উপর ষড়যন্ত্র চলছে’

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের উপর গত ৫৪ বছর ধরে পার্শ্ববর্তী কোনো দেশ ষড়যন্ত্র করছে এবং প্রতিটি নির্বাচনে হস্তক্ষেপ করছে। এবারও তারা একই ধরনের ষড়যন্ত্রের চেষ্টা করছে।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল এগারোটায় কুমিল্লার চৌদ্দগ্রামে ১১ দলীয় জোটের নির্বাচনি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “এই নির্বাচন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতা। শত শত শহীদদের রক্তের বিনিময়ে আজকের গণতন্ত্রের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অনেকে মনে করেন এটি একটি সাধারণ ঘটনা, কিন্তু এটি তাদের ১৭ বছরের ফসল। তারা জুলাই অভ্যুত্থানকে অস্বীকার করছেন, যা ভুল।”

তিনি আরও বলেন, “আমাদের দেশকে নিয়ে পার্শ্ববর্তী দেশ দীর্ঘ ৫৪ বছর ধরে ষড়যন্ত্র চালাচ্ছে এবং এবারও তারা হস্তক্ষেপ করার চেষ্টা করছে। আমরা এই জুলাই শহীদদের রক্তের বিনিময়ে অনুষ্ঠিত গণতন্ত্রের নির্বাচনে কোনো ষড়যন্ত্রকে প্রশ্রয় দেবো না। কোন দল সরকার গঠন করবে, তা নির্ধারণ করবে দেশের জনগণ। যদি কোনো বিদেশি শক্তি হস্তক্ষেপ করার চেষ্টা করে, আমরা তাকে রুখে দেব।”

নাহিদ ইসলাম জনগণকে আহ্বান জানিয়ে বলেন, “আপনারা ১১ দলীয় জোটের প্রার্থীদের ভোট দিন। তারা নির্বাচিত হলে দেশের মানুষের স্বাধীনতা নিশ্চিত করবে এবং শহীদ ওসমান হাদীর অসমাপ্ত কাজ সম্পন্ন করবে। জুলাই অভ্যুত্থানের খুনিদের বিচারকে অগ্রাধিকার দেওয়া হবে। আমরা জুলাই সনদ বাস্তবায়ন, সংস্কার, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, ন্যায় ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করব, ইনশাআল্লাহ।”

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন