ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২
ক্ষমতায় এলে বিনামূল্যে ইন্টারনেট দেবে বিএনপি: মাহদী আমিন
নিজস্ব প্রতিবেদক: বিএনপি ক্ষমতায় এলে দেশের সব নাগরিককে পর্যায়ক্রমে বিনামূল্যে ইন্টারনেট সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন।
শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীতে ‘আগামীর বাংলাদেশ বিনির্মাণে আইসিটি সেক্টরের ভূমিকা ও করণীয়’ শীর্ষক অনুষ্ঠানে তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে প্রযুক্তিনির্ভর সমন্বিত নাগরিক সেবা বাস্তবায়নের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করা হবে।
ড. মাহদী আমিন বলেন, বিএনপি চেয়ারপার্সন তারেক রহমানের পরিকল্পনায় মেধাবী ও তরুণদের জন্য সুযোগ সৃষ্টি, প্রযুক্তিনির্ভর নাগরিক সেবা সম্প্রসারণ এবং ডিজিটাল অবকাঠামো শক্তিশালী করার বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দলের আইসিটি সেক্রেটারি এ কে মহিদুজ্জামান ও তার টিম দীর্ঘদিন ধরে খাতটি সচল রাখতে কাজ করে যাচ্ছে।
তিনি জানান, সরকার গঠিত হলে কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ এবং নারীদের ক্ষমতায়নের অংশ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ চালু হবে। দেশের সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এআইভিত্তিক স্বাস্থ্য কার্ডের পরিকল্পনাও রয়েছে। এছাড়া শিক্ষার মান উন্নয়নে দেশের প্রতিটি স্কুলে মাল্টিমিডিয়া ও ই-লার্নিং সুবিধাসহ ‘কানেক্টেড স্কুল’ ব্যবস্থা গড়ে তোলা হবে। জরুরি স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আধুনিক অ্যাম্বুলেন্স ব্যবস্থাও চালু করা হবে।
আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থায় অটোমেশন বৃদ্ধি, ইমিগ্রেশনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং সরকারি-বেসরকারি সেবায় ওয়ানস্টপ ডিজিটাল সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হবে। সফটওয়্যার, হার্ডওয়্যার ও বিপিও শিল্পকে শক্তিশালী করে আন্তর্জাতিকভাবে ‘মেইড ইন বাংলাদেশ’, ‘অ্যাসেম্বলড ইন বাংলাদেশ’ এবং ‘সার্ভিস ইন বাংলাদেশ’ ব্র্যান্ড প্রতিষ্ঠা করা হবে। এতে সরাসরি দুই লাখ এবং পরোক্ষভাবে আরও আট লাখ কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মোট ১০ লাখ নতুন কর্মসংস্থান তৈরি হবে।
ফ্রিল্যান্সারদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে পেপালসহ আন্তর্জাতিক আর্থিক সেবা চালু হবে। জাতীয় ই-ওয়ালেটের মাধ্যমে বিল, ফি, করসহ সব ধরনের লেনদেন ডিজিটালি করা সম্ভব হবে। এর ফলে স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং প্রান্তিক জনগোষ্ঠী অর্থনৈতিকভাবে আরও ক্ষমতাবান হবে।
ড. মাহদী আমিন আরও বলেন, বিনামূল্যে ইন্টারনেট সুবিধা দেশের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, গ্রামীণ ডিজিটাল সেন্টার, হাসপাতাল, রেলস্টেশন ও বিমানবন্দরসহ জনবহুল স্থানে ধাপে ধাপে চালু হবে। এতে উদ্যোক্তা ও কর্মজীবীরা তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারিত করতে পারবে।
তিনি জানান, দেশের সাইবার নিরাপত্তা জোরদার করতে শক্তিশালী নীতিমালা ও আইন প্রণয়ন করা হবে। নাগরিকদের ব্যক্তিগত তথ্য ও ডিজিটাল অবকাঠামো রক্ষায় আধুনিক টিয়ার-ফোর ও টিয়ার-থ্রি ডেটা সেন্টার স্থাপন করা হবে। দেশের প্রথম এআইচালিত ডেটা সেন্টার ক্যাম্পাস গড়ার পরিকল্পনা থাকছে, যা দেশের ডিজিটাল ভবিষ্যতকে আরও শক্তিশালী করবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে সাফকো স্পিনিং
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- ইপিএস প্রকাশ করেছে ইন্দো-বাংলা ফার্মা