ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২
জনগণের সঙ্গে সরাসরি কথা বলবেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগণের সঙ্গে সরাসরি ও নিয়মিত সংলাপের লক্ষ্যে ‘সবার আগে বাংলাদেশ উইথ তারেক রহমান’ শীর্ষক একটি পডকাস্ট শো চালুর ঘোষণা দিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুখপাত্র মাহদী আমিন এই ঘোষণা দেন।
মাহদী আমিন জানান, এই পডকাস্টের মাধ্যমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সরাসরি দেশের মানুষের সামনে তার রাষ্ট্রচিন্তা, দর্শন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। এটি কেবল একমুখী ভাষণ নয়, বরং সাধারণ মানুষের প্রত্যাশা ও অভিজ্ঞতা শোনার একটি ঐতিহাসিক উদ্যোগ। এতে ফ্যামিলি কার্ড, শিক্ষা সংস্কার, ধর্মীয় কল্যাণ, পরিবেশ রক্ষা এবং কৃষক কার্ডের মতো বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবেন তিনি।
সংবাদ সম্মেলনে তারেক রহমানের বিস্তারিত সফরসূচি তুলে ধরা হয়। আজ (বৃহস্পতিবার) তিনি রাজশাহীতে শাহ মাখদুম (রহ.)-এর মাজার জিয়ারত শেষে মাদ্রাসা মাঠে জনসভায় অংশ নেবেন। এরপর নওগাঁ ও বগুড়ায় জনসভা শেষে সেখানে রাত্রিযাপন করবেন। আগামীকাল (শুক্রবার) বিকেলে রংপুরের পীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন এবং রংপুরে জনসভায় বক্তব্য দেবেন। ৩১ জানুয়ারি সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে জনসভা শেষে তিনি ঢাকায় ফিরবেন। মাহদী আমিন উল্লেখ করেন, আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘টাইম ম্যাগাজিন’ তারেক রহমানকে একজন ধীরস্থির, চিন্তাশীল ও পলিসিনির্ভর নেতা হিসেবে অভিহিত করেছে। প্রতিবেদনে তাকে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের ‘ক্লিয়ার ফ্রন্টরানার’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সাক্ষাৎকারে তারেক রহমান ১২ হাজার মাইল খাল খনন এবং বছরে ৫০ মিলিয়ন গাছ লাগানোর মতো পরিবেশবান্ধব উন্নয়ন পরিকল্পনার কথা জানিয়েছেন।
ঢাকা-১৭ আসনকে দল-মত-ধর্ম নির্বিশেষে সবার জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘সবার ঢাকা-১৭’ নামে অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজ চালুর কথা জানানো হয়। নিরাপদ, বাসযোগ্য ও পরিচ্ছন্ন ঢাকা গড়তে এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলো সেতুবন্ধন হিসেবে কাজ করবে।
সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, “বিএনপি বিশ্বাস করে বাংলাদেশ কারও একার নয়, বাংলাদেশ সবার। আমাদের রাজনৈতিক ও নীতিগত অঙ্গীকার হলো দেশ ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা।”
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- ইপিএস প্রকাশ করেছে বার্জার পেইন্টস