ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র

২০২৬ জানুয়ারি ২৮ ১৪:২০:১১

নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া ও ফলাফল নির্ধারণের পূর্ণ অধিকার জনগণের হাতেই রয়েছে এ কথা স্পষ্ট করে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষ যাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন, যুক্তরাষ্ট্র সেই সরকারকেই স্বীকৃতি দিয়ে সহযোগিতা করতে প্রস্তুত থাকবে।

বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এসব মন্তব্য করেন মার্কিন রাষ্ট্রদূত।

আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, এই নির্বাচনকে ঘিরে তিনি ব্যক্তিগতভাবে খুবই আগ্রহী। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দিন এবং এর ফলাফল দেখার জন্য তিনি অপেক্ষায় রয়েছেন।

তিনি আরও জানান, সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে নির্বাচন নিয়ে আলোচনা হয়। সে সময় প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন যে, ভোটের দিনটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। মার্কিন রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, নির্বাচনের দিন বাংলাদেশের জনগণ স্বাধীন ও নির্বিঘ্নভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার যে তথ্য ও প্রস্তুতির কথা তুলে ধরেছেন, তাতে সন্তোষ প্রকাশ করেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বলেন, নির্বাচন কমিশনের কার্যক্রম তাকে আশাবাদী করেছে এবং তিনিও সবার মতো ১২ ফেব্রুয়ারির নির্বাচনী ফলাফলের অপেক্ষায় আছেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত