ঢাকা, মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

কোর্ট রিপোর্টার্স ইউনিটির ২০২৬ সালের কমিটি গঠন

২০২৬ জানুয়ারি ২৭ ২০:২৫:১৫

কোর্ট রিপোর্টার্স ইউনিটির ২০২৬ সালের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণে কর্মরত সাংবাদিকদের পেশাগত সংগঠন কোর্ট রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ) নতুন নেতৃত্ব পেয়েছে। সংগঠনটির ২০২৬ সালের জন্য ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে, যেখানে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ডিবিসি নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক লিটন মাহমুদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন বিডি নিউজ টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার মামুন খান।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণে অবস্থিত সিআরইউ কার্যালয়ে আয়োজিত সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে এই নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।

সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট প্রশান্ত কুমার কর্মকার এবং প্রতিষ্ঠাতা সভাপতি হাসিব বিন শহিদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য নবগঠিত এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দ্য ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার এমরুল হাসান বাপ্পী। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক মাসুদ রানা। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিজস্ব প্রতিবেদক আরিফুল ইসলাম।

কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক নাইমুর রহমান নাবিল। দপ্তর সম্পাদক পদে যুগান্তরের নিজস্ব প্রতিবেদক মহিউদ্দিন খান রিফাত, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে কালবেলার নিজস্ব প্রতিবেদক রকি আহমেদ এবং তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক হিসেবে স্টার নিউজের নিজস্ব প্রতিবেদক মো. তসলিম হোসেন (রনি) দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলানিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক অ্যাডভোকেট খাদেমুল ইসলাম এবং দৈনিক জনবাণীর জ্যেষ্ঠ প্রতিবেদক আজহারুল ইসলাম সুজন।

নবগঠিত এই কার্যনির্বাহী কমিটি আগামী এক বছর কোর্ট রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক ও পেশাগত কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত