ঢাকা, মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে শিশুঅধিকার নিয়ে আলোচনা

২০২৬ জানুয়ারি ২৭ ১৬:৩৯:১৫

ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে শিশুঅধিকার নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের অধিকার সুরক্ষা নিশ্চিত করার দাবিতে ঢাকায় একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শিশুদের নিরাপত্তা, স্বাস্থ্য ও রাজনৈতিক সুরক্ষা ইস্যুকে নির্বাচনী অগ্রাধিকারে আনতেই এই আলোচনা আয়োজন করা হয়।

‘Safeguarding the Rights of Disadvantaged Children Ahead of the 13th National Parliamentary Election 2026’ শীর্ষক এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডো (LEEDO)। এতে সহযোগিতা করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ডিএনসিসির সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ এজাজ বলেন, একটি শহরের দূষণের সবচেয়ে বড় ভুক্তভোগী হলো শিশুরা। শিশুরাই সমাজের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী। তিনি বলেন, আমাদের লক্ষ্য এমন একটি শিশুবান্ধব নগর গড়ে তোলা, যেখানে শিশুদের জন্য নিরাপদ পরিবেশ, খেলার জায়গা ও সুস্থভাবে বেড়ে ওঠার সুযোগ থাকবে।

তিনি আরও বলেন, নগর এলাকায় সামাজিক নিরাপত্তা ব্যবস্থাপনা এখনো অত্যন্ত দুর্বল। জাতীয় নিরাপত্তা কর্মসূচিগুলো গ্রামকেন্দ্রিক হওয়ায় শহরের দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের বাস্তব প্রয়োজন সেখানে প্রতিফলিত হয় না।

গোলটেবিল বৈঠকে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন তরুণ সাংবাদিক মাহফুজা সুলতানা মুন্নি। তিনি বলেন, রাজনৈতিক স্বার্থে সুবিধাবঞ্চিত শিশুদের ব্যবহার বন্ধ করতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।

অনুষ্ঠানে লিডোর পক্ষ থেকে পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষা নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর জন্য ১২ দফা দাবি সংবলিত একটি প্রস্তাবনা উপস্থাপন করা হয়। এতে স্বতন্ত্র শিশু বিষয়ক মন্ত্রণালয় বা অধিদপ্তর গঠন, সব শিশুর বৈধ পরিচয় নিশ্চিত করা, কেন্দ্রীয় ডিজিটাল ডেটাবেইস চালু, শিশু হেল্প ডেস্ক স্থাপন, বিনামূল্যে শিক্ষা ও চিকিৎসা, জরুরি আবাসন, কারিগরি প্রশিক্ষণ, মাদকাসক্তি প্রতিরোধ ও পুনর্বাসন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ এবং শিশুদের রাজনৈতিক কর্মসূচিতে ব্যবহার না করার সুস্পষ্ট অঙ্গীকারের দাবি জানানো হয়।

গোলটেবিল বৈঠকে শিশু অধিকারকর্মী, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও তরুণ সাংবাদিকেরা অংশ নেন। বক্তারা আসন্ন নির্বাচনে শিশুদের অধিকার সুরক্ষাকে রাজনৈতিক অগ্রাধিকারের তালিকায় অন্তর্ভুক্ত করার জোরালো আহ্বান জানান।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত