ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২
৫০০ জনকে বৃত্তি দেবে যুক্তরাজ্যের লিডস ইউনিভার্সিটি
.jpg)
ডুয়া ডেস্ক : আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৃত্তি দেবে যুক্তরাজ্যর লিডস ইউনির্ভাসিটি। "ইন্টারন্যাশনাল এক্সিলেন্স স্কলারশিপ" নামে পরিচিত এই বৃত্তি পাবেন ৫০০ বিদেশি শিক্ষার্থী। বাংলাদেশিরাও এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
বৈচিত্র্যময় এবং গতিশীল সম্প্রদায় গড়ে তোলার প্রতিশ্রুতিতে এ বৃত্তি দেবে লিডস বিশ্ববিদ্যালয়। আন্ডারগ্র্যাজুয়েট এবং পোস্টগ্র্যাজুয়েটে মিলবে বৃত্তি।
বর্তমানে বিশ্বের সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় আছে লিডস ইউনির্ভাসিটি। মেধাভিত্তিক এ বৃত্তির জন্য প্রয়োজন কৃতিত্বপূর্ণ অ্যাকাডেমিক ফলাফল ও নেতৃত্বের গুণাবলি থাকতে হবে।
বিশ্ববিদ্যালয়টির গ্লোবাল এনগেজমেন্টবিষয়ক ডিন অধ্যাপক ম্যানুয়েল বার্সিয়া বলেন, "আমরা বিশ্বের প্রতিভাবান শিক্ষার্থীদের জন্য ইন্টারন্যাশনাল এক্সিলেন্স স্কলারশিপ প্রদান করতে পেরে আনন্দিত। এটি আমাদের শিক্ষার পরিবেশকে গতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক করার প্রতিশ্রুতির একটি প্রতিফলন, যা আর্থিক কারণে উচ্চশিক্ষায় বাধাগ্রস্ত শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ।"
মাস্টার্স প্রোগ্রামের জন্য আবেদনের শর্তাবলি:
- আবেদনকারীকে আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
- ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে হবে।
- বৃত্তির জন্য আবেদন করার আগে ভর্তি প্রস্তাবের প্রয়োজন হবে না।
- স্ব-অর্থায়ন বা আংশিকভাবে অর্থায়িত হতে হবে।
- পাঠ্যক্রমের বাইরে সহশিক্ষা কার্যক্রম এবং কাজের অভিজ্ঞতার মাধ্যমে প্রদর্শিত অসাধারণ আন্তরব্যক্তিক ও পেশাদার দক্ষতা থাকতে হবে।
বৃত্তি পাবেন যতজন:
- মোট ৫০০ জন শিক্ষার্থী এ বৃত্তি পাবেন।
- বৃত্তির পরিমাণ হবে ১০%, ২০% এবং ৫০% পর্যন্ত টিউশন ফি।
আবেদন করবেন যেভাবে:মাস্টার্সের প্রোগ্রামের বৃত্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের প্রক্রিয়া:
মাস্টার্স প্রোগ্রামের জন্য অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন করার শেষ তারিখ: ১৬ মে, ২০২৫ (যুক্তরাজ্যের সময় বিকেল ৫টা পর্যন্ত)।১৩ জুন ২০২৫-এ বৃত্তির ফলাফল জানানো হবে। যাঁরা বৃত্তি পাবেন তাঁদের স্কলারশিপ লেটার প্রদান করা হবে।
বিস্তারিত জানতেলিডস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেখতে পারেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর