ঢাকা, রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

লাঙ্গলে ভোট ঠেকাতেই আ.লীগের লোক গ্রেপ্তার: জিএম কাদের

২০২৬ জানুয়ারি ২৫ ২০:২২:২৬

লাঙ্গলে ভোট ঠেকাতেই আ.লীগের লোক গ্রেপ্তার: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী মাঠে পরিকল্পিত গ্রেপ্তার, হুমকি ও হয়রানির অভিযোগ তুলে বর্তমান সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তাঁর অভিযোগ, ভোটের হিসাব বদলাতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের লক্ষ্য করে দমনমূলক অভিযান চালানো হচ্ছে।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে নগরীর সেনপাড়াস্থ স্কাই ভিলায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন জিএম কাদের। তিনি বলেন, আওয়ামী লীগের লোকজন যেন জাতীয় পার্টির প্রার্থীদের ভোট দিতে না পারে, সে জন্যই উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের গ্রেপ্তার করা হচ্ছে।

জাপা চেয়ারম্যান অভিযোগ করেন, একদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বাচনের বাইরে রাখতে হুমকি দেওয়া হচ্ছে, অন্যদিকে গোপনে তাদের ভোট নিশ্চিত করতে দলে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে। যারা এই প্রস্তাবে সাড়া দিচ্ছে না, তাদের বিরুদ্ধে পুলিশি হয়রানি বাড়ছে। একই পরিস্থিতির শিকার হচ্ছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনও।

তিনি আরও বলেন, ‘অজ্ঞাতনামা মামলা’ এখন একটি নিয়মিত হাতিয়ারে পরিণত হয়েছে। এসব মামলায় হাজার হাজার নিরীহ মানুষের নাম জুড়ে দিয়ে তাদের হয়রানি করা হচ্ছে, যা নির্বাচনী পরিবেশকে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করছে।

গোলাম মোহাম্মদ কাদের বলেন, নির্বাচনে কোনো ধরনের সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নেই। জাতীয় পার্টির নেতাকর্মীদের গ্রেপ্তার, ভয়ভীতি ও চাপের মধ্যে রাখা হচ্ছে। এসব পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি। নির্বাচনে অংশ নিচ্ছি, শেষ পর্যন্ত কী হয়—তা সময়ই বলে দেবে। তবে আওয়ামী লীগ নির্বাচনে না থাকলে সেই নির্বাচন কখনোই গ্রহণযোগ্য হবে না।

বর্তমান সরকারকে কঠোর ভাষায় সমালোচনা করে তিনি বলেন, ইউনূছ সরকার দেশের অর্থনীতি ধ্বংস করেছে। মানুষের জন্য কর্মসংস্থান নেই, আইনশৃঙ্খলার অবস্থা নাজুক, নিরাপত্তাহীনতায় ভুগছে জনগণ। এমনকি দেশের গর্বের জায়গা ক্রিকেটকেও তারা ধ্বংস করে দিয়েছে।

তিনি অভিযোগ করেন, সরকার সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা পরিচালনা করছে। অপ্রয়োজনীয় ও বেআইনি কর্মকাণ্ডের মাধ্যমে রাষ্ট্রকে অস্থিতিশীল করে তোলা হচ্ছে বলেও মন্তব্য করেন জাপা চেয়ারম্যান।

এসময় প্রেসিডিয়াম সদস্য আজমল হোসেন লেবু, এস এম ইয়াসীরসহ জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ (সিটি কর্পোরেশন-সদর) আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লাঙল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন গোলাম মোহাম্মদ কাদের।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত