ঢাকা, রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লড়াই চালিয়ে যাচ্ছে বিএনপি: সালাহউদ্দিন

২০২৬ জানুয়ারি ২৫ ২০:০৫:৫৮

উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লড়াই চালিয়ে যাচ্ছে বিএনপি: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক: গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমান দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার প্রতীক। তাকে সামনে রেখেই বিএনপি আগামীর উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লড়াই চালিয়ে যাচ্ছে।”

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত বিএনপির বিশাল নির্বাচনি জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বিএনপির ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বেকার তরুণদের জন্য ‘বেকার ভাতা’ চালু করা হবে। এছাড়া কৃষকদের সরাসরি কৃষি উপকরণ ও সহায়তা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ প্রবর্তন করা হবে। সাধারণ মানুষের জীবনমান ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রতিটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ এবং ‘স্বাস্থ্য কার্ড’ দেওয়ার পরিকল্পনাও রয়েছে বিএনপির।

শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের অঙ্গীকার করে এই জ্যেষ্ঠ নেতা বলেন, “আমরা দেশের শিক্ষা ব্যবস্থায় মৌলিক সংস্কার আনব। আমাদের লক্ষ্য হলো প্রযুক্তিনির্ভর ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, যারা আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হবে।”

দেশের অর্থনৈতিক উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটি অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে পণ্যভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলা হবে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা হবে এবং উৎপাদনশীলতা বাড়িয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানো হবে।

চট্টগ্রামের এই নির্বাচনি সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পলোগ্রাউন্ডের এই বিশাল জনসভা তারেক রহমানের প্রতি চট্টগ্রামবাসীর অকুণ্ঠ সমর্থনের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত