ঢাকা, রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

সিট দেওয়ার মালিক আল্লাহ ও দেশের জনগণ: মির্জা আব্বাস

২০২৬ জানুয়ারি ২৫ ১৮:১১:৩১

সিট দেওয়ার মালিক আল্লাহ ও দেশের জনগণ: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৮ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, "জনগণের ভোটই ক্ষমতার একমাত্র উৎস। কোনো দল বা গোষ্ঠী কাউকে সিট দেওয়ার মালিক নয়; আল্লাহ এবং জনগণই একমাত্র সিদ্ধান্তকারী।"

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর মালিবাগ, মোমিনবাগ এবং শাহজাহানপুর এলাকায় নির্বাচনি গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

জামায়াত নেতাদের ‘ঢাকায় কাউকে কোনো সিট দেওয়া হবে না’—এমন বক্তব্যের কড়া সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, "একজন প্রার্থী বলেছেন ঢাকা শহরে তারা আমাদের কোনো সিট দেবেন না। আমার প্রশ্ন, সিট দেওয়ার মালিক তারা কে? সিট দেওয়ার মালিক আল্লাহ ও দেশের জনগণ। জনগণের ওপর কথা বলা স্বেচ্ছাচারিতা এবং অগণতান্ত্রিক আচরণ। তারা এসব বলার শক্তি কোথায় পায়? আমার এখন সন্দেহ হচ্ছে, কোনো বিশেষ শক্তি নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কিছু করার চেষ্টা করছে কি না।"

নির্বাচনি পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, "কিছু দলের বক্তব্য ও সরকারের একটি মহলের আচরণে মনে হচ্ছে ‘সামথিং ইজ রং’। তবে বাংলাদেশের মানুষ সচেতন। ৭১ সালে তারা যেভাবে পাকবাহিনীকে পরাজিত করেছে এবং পরবর্তী সময়ে স্বৈরাচারদের প্রতিহত করেছে, এবারও সব ষড়যন্ত্র প্রতিহত করবে।"

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাঁদাবাজি নিয়ে প্রচারিত একটি ডকুমেন্টারি প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, "আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ব্যবহার করে মিথ্যা ডকুমেন্টারি বানানো হচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় ‘বট’ দিয়ে প্রচারণা চালানো হচ্ছে। এসবের কোনো সত্যতা নেই। এই শ্রেণির লোকেরা জাতির সামনে সব সময় মিথ্যা বলে।"

নিজ নির্বাচনি এলাকার সমস্যা তুলে ধরে তিনি বলেন, "বিগত ১৭ বছরে এই এলাকাকে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। জয়ী হতে পারলে এলাকাকে এসব জঞ্জাল থেকে মুক্ত করাই হবে আমার প্রধান লক্ষ্য।" তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে বলেন, এলাকার মানুষ ৯১, ৯৬ ও ২০০১ সালের মতোই আবারও ধানের শীষকে বিজয়ী করবে।

গণসংযোগকালে মির্জা আব্বাস শাহজাহানপুর রেলওয়ে কলোনি মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচ দেখেন এবং পুরস্কার বিতরণ করেন। রাতে শাহবাগ এলাকায় গণসংযোগের কর্মসূচি রয়েছে তার।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত