ঢাকা, রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২
নজরুল ইসলাম খান
'তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ তাদের ইচ্ছা পূরণ করবে'
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের সাম্প্রতিক কিছু বক্তব্যের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, “জামায়াত নেতাদের এমন কিছু বলা উচিত নয় যা তাদের ঈমানি পরীক্ষায় ফেলে দেয়। আল্লাহ তায়ালা কারও দম্ভ ও অহংকার পছন্দ করেন না।”
রোববার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, জামায়াত নেতারা দাবি করছেন তারা ঢাকায় অন্য কাউকে একটি সিটও দেবেন না। তিনি প্রশ্ন তুলে বলেন, “সিট দেওয়ার মালিক কে? অবশ্যই আল্লাহ। কার ক্ষমতায় বলছেন যে কাউকে কোনো আসন দেওয়া হবে না? আমরা তো ১৯৯১ সালে ঢাকার সব আসনে জয়ী হয়েছিলাম, কিন্তু আমরা তো বলিনি যে অন্য কেউ আসন পাবে না। নির্বাচন একটি অনিশ্চিত বিষয়, আল্লাহ যাকে সাহায্য করবেন এবং জনগণ যাকে সমর্থন দেবে সেই নির্বাচিত হবে।” তিনি জামায়াত নেতাদের প্রতি ইঙ্গিত করে বলেন, যারা আগে কখনও ঢাকার আশপাশেও কোনো আসন পায়নি, তাদের মুখে এমন দম্ভোক্তি সাজে না।
নির্বাচনে প্রার্থীদের দ্বৈত নাগরিকত্ব নিয়ে বিতর্কের প্রসঙ্গে নজরুল ইসলাম খান সংবিধানের ৬৬ অনুচ্ছেদের ব্যাখ্যা দিয়ে বলেন, জন্মসূত্রে কোনো বাংলাদেশি নাগরিক যদি অন্য দেশের নাগরিকত্ব গ্রহণের পর তা পরিত্যাগ করেন, তবে নির্বাচনে লড়তে তার কোনো বাধা নেই। হলফনামায় নাগরিকত্ব ত্যাগের আবেদন গৃহীত হয়েছে কি না তা মুখ্য নয়, বরং ত্যাগ করেছেন কি না সেটাই বড় বিষয়। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের আচরণকে তিনি যথাযথ বলে সমর্থন করেন।
পোস্টাল ব্যালটে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’-এর অবস্থান নিয়ে অভিযোগ তুলে তিনি বলেন, “ব্যালটে দাঁড়িপাল্লা, শাপলা কলি ও হাতপাখা শুরুতে থাকলেও ধানের শীষ দেওয়া হয়েছে এমন জায়গায় যেখানে ভাজ করলে প্রতীকের ওপর পড়ে। বিষয়টি আমরা ইসিকে জানিয়েছি। তারা দাবি করেছে এটি তাদের অফিসের লোকজন ভুলবশত করেছে।”
জিয়া পরিবার ও তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা জানিয়ে তিনি বলেন, দেশের প্রতিটি সংকটকালে জিয়া পরিবার পাশে ছিল। এবারও তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ তাদের ইচ্ছা পূরণ করবে।
মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজুল উলফাত এবং সাধারণ সম্পাদক সাদেক খানসহ সভায় দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ম্যারিকোর বিরুদ্ধে ১৮২৩ কোটি টাকার মামলা
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ঢাবিতে পার্সিয়ান ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- ঢাবি 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে দেখবেন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্সের জমজমাট খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ইপিএস প্রকাশ করবে ১৮ কোম্পানি
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- পবিত্র শবেবরাতের তারিখ জানা যাবে আগামীকাল
- ইপিএস-ডিভিডেন্ড প্রকাশ করবে ১৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ